'গায়ক' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
গে + অক
B
গো + অক
C
গৌ + অক
D
গৈ + অক
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম অনুযায়ী, এ, ঐ, ও, ঔ-কারের পরে একই বা অনুরূপ স্বর থাকলে ধ্বনিগত পরিবর্তন ঘটে।
-
এ, ঐ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় হয়।
-
ও, ঔ-কারের পর ও, ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়।
উদাহরণ:
-
শে + অন = শয়ন
-
নৈ + অক = নায়ক
-
গৈ + অক = গায়ক
-
পো + অন = পবন
-
পো + ইত্র = পবিত্র

0
Updated: 14 hours ago
'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 14 hours ago
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 14 hours ago
"হরতাল" কোন ভাষার শব্দ?
Created: 1 week ago
A
পাঞ্জাবি
B
গুজরাটি
C
হিন্দি
D
জাপানি
'হরতাল' গুজরাটি শব্দ । এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর, জয়ন্তী ইত্যাদি ।

0
Updated: 1 week ago
'ইতস্তত' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 14 hours ago
A
ইত + তত
B
ইতঃ + তত
C
ইতঃ + সত
D
ইতসঃ + তত
বিসর্গ সন্ধি হলো এমন এক ধ্বনিগত পরিবর্তন যেখানে পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থেকে গিয়ে পরবর্তী পদের আদ্য ব্যঞ্জনের প্রভাবে নতুন ধ্বনিতে রূপান্তর ঘটে। এর ফলে বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
-
বিসর্গের পরে চ্ বা ছ্ এলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্ হয়।
-
বিসর্গের পরে ট্ বা ঠ্ এলে তা পরিবর্তিত হয়ে ষ্ হয়।
-
বিসর্গের পরে ত এলে তা পরিবর্তিত হয়ে স্ হয়।
উদাহরণ:
-
চতুঃ + টয় = চতুষ্টয়
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ

0
Updated: 14 hours ago