বিশ্বের সর্বোচ্চ 'গ্র্যান্ড ক্যানিয়ন' সেতু নির্মাণ করেছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
A
ফ্রান্স
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জাপান
উত্তরের বিবরণ
বিশ্বের সর্বোচ্চ সেতু হলো চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
-
অবস্থান: চীনের গুইঝৌ প্রদেশ
-
মোট দৈর্ঘ্য: ২,৯০০ মিটার, যার মূল অংশ ১,৪২০ মিটার
-
উচ্চতা: নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার)
-
বিশেষত্ব:
-
উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ সেতু
-
পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে দীর্ঘ স্প্যানের সেতু
-
-
নির্মাণ সময়কাল: ২০২২ সালের জানুয়ারি থেকে নির্মাণ শুরু; সেপ্টেম্বর ২০২৫-এ জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা
উল্লেখ্য, বিশ্বের ১০টি সর্বোচ্চ সেতুর মধ্যে ৮টি চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত।
0
Updated: 1 month ago
ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
জাপান
B
চীন
C
ভারত
D
দক্ষিণ কোরিয়া
ভোলা জেলার দক্ষিণাঞ্চলে একটি নতুন বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা চীনা প্রতিষ্ঠানের অর্থায়নে বাস্তবায়িত হবে।
-
অর্থনৈতিক এলাকার নাম: ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন
-
নির্মাণ প্রতিষ্ঠান: চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ
-
অনুমোদন: প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে
-
প্রকল্পের ব্যয়: প্রায় ১০০ কোটি ডলার
-
শিল্পপ্রতিষ্ঠান সংখ্যা: পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪০টি
-
কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা: পরিপূর্ণভাবে চালু হলে প্রায় এক লাখ লোকের জন্য কাজের সুযোগ
অতিরিক্তভাবে বলা যায়, এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয় শিল্প ও অর্থনীতিকে উত্সাহিত করা এবং দক্ষিণাঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
0
Updated: 1 month ago
চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে?
Created: 1 month ago
A
লুপ নার
B
মরুরোয়া দ্বীপ
C
পুঙ্গগেয়রি
D
কিরিতিমাতি দ্বীপ
পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইতিহাসে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষা মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে করা হয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা; স্থান – নিউ মেক্সিকো।
-
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন): ১৯৪৯ সালে; স্থান – সেমিপালাটিনস্ক।
-
যুক্তরাজ্য: ১৯৫২ সালে; স্থান – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জ।
-
ফ্রান্স: ১৯৬০ সালে; স্থান – আলজেরিয়ার সাহারা মরুভূমি।
-
চীন: ১৯৬৪ সালে; স্থান – লুপ নার।
-
ভারত: ১৯৭৪ সালে প্রথমবার পোখরান এলাকায় পরীক্ষা এবং ১৯৯৮ সালে আবারও পরীক্ষা চালায়।
-
পাকিস্তান: ১৯৯৮ সালে; স্থান – চাগাই।
-
উত্তর কোরিয়া: ২০০৬ সালে; স্থান – পুঙ্গগেয়রি।
উৎস:
0
Updated: 1 month ago
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
Created: 3 months ago
A
চীন
B
জাপান
C
ডেনমার্ক
D
সুইডেন
আসছে
0
Updated: 3 months ago