বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি?
A
১০টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে, যেগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়: স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি।
-
মৌলিক স্বরধ্বনি: বাংলা ভাষায় ৭টি মৌলিক স্বরধ্বনি আছে।
উদাহরণ: ই, এ, অ্যা, আ, অ, ও, উ। -
মৌলিক ব্যঞ্জনধ্বনি: বাংলা ভাষায় ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি রয়েছে।

0
Updated: 14 hours ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 2 weeks ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
‘পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন’- এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহার হয়েছে?
Created: 4 weeks ago
A
নান্দনিক
B
আশ্রয়
C
রহস্যময়
D
পাখির বাসা
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন'।এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।

0
Updated: 4 weeks ago
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 1 week ago
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

0
Updated: 1 week ago