বিশ্বের সর্বোচ্চ 'গ্র্যান্ড ক্যানিয়ন' সেতু নির্মাণ করেছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
A
ফ্রান্স
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জাপান
উত্তরের বিবরণ
বিশ্বের সর্বোচ্চ সেতু হলো চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
-
অবস্থান: চীনের গুইঝৌ প্রদেশ
-
মোট দৈর্ঘ্য: ২,৯০০ মিটার, যার মূল অংশ ১,৪২০ মিটার
-
উচ্চতা: নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার)
-
বিশেষত্ব:
-
উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ সেতু
-
পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে দীর্ঘ স্প্যানের সেতু
-
-
নির্মাণ সময়কাল: ২০২২ সালের জানুয়ারি থেকে নির্মাণ শুরু; সেপ্টেম্বর ২০২৫-এ জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা
উল্লেখ্য, বিশ্বের ১০টি সর্বোচ্চ সেতুর মধ্যে ৮টি চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত।

0
Updated: 10 hours ago
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
Created: 1 month ago
A
চীন
B
জাপান
C
ডেনমার্ক
D
সুইডেন
আসছে

0
Updated: 1 month ago
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে?
Created: 3 months ago
A
লাওস
B
ভিয়েতনাম
C
মঙ্গোলিয়া
D
গণচীন
‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি
চীনে বর্তমানে চালু রয়েছে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি। এই নীতির আওতায় রয়েছে চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল—হংকং ও ম্যাকাও। এর মধ্যে হংকং চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত একটি সমৃদ্ধ দ্বীপ, যা আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত। হংকংকে অনেক সময় ‘চীনের প্রবেশদ্বার’ বলা হয়।
হংকংয়ের ইতিহাস ও রাজনৈতিক পটভূমি
-
খ্রিষ্টপূর্ব ২৪৩ সালে চীনের কিং সাম্রাজ্যের শাসনামলে প্রথমবারের মতো হংকং চীনের অন্তর্ভুক্ত হয়।
-
পরবর্তীকালে রানি ভিক্টোরিয়ার শাসনামলে হংকং ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়।
-
ব্রিটিশ শাসনের সূচনায় ছিল আফিম যুদ্ধের ভূমিকা। প্রথম আফিম যুদ্ধে পরাজয়ের পর, ১৮৪১ সালে ব্রিটেন হংকং দখল করে নেয় এবং সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে।
-
১৮৪২ সালে স্বাক্ষরিত নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের ‘ক্রাউন কলোনি’ হিসেবে স্বীকৃতি পায়।
-
পরে, ৯৯ বছরের ইজারার চুক্তি অনুযায়ী হংকং ব্রিটিশ উপনিবেশ হিসেবে পরিচালিত হতে থাকে।
হস্তান্তর ও ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি
-
১৯৮৪ সালে বেইজিংয়ের ‘হল অব দ্য পিপল’-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ও চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যাতে হংকংকে চীনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
চুক্তি অনুযায়ী, ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে চীনের কাছে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা হয়। এই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স চার্লস, চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটসহ অনেক আন্তর্জাতিক নেতা।
-
চুক্তির অন্যতম শর্ত ছিল—হস্তান্তরের পরবর্তী ৫০ বছর অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত হংকংকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় শাসন করা হবে। এর আওতায় পররাষ্ট্র ও প্রতিরক্ষা ছাড়া অন্যান্য বিষয়ে হংকং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে।
ভবিষ্যত পরিকল্পনা
২০৪৭ সালে চুক্তির মেয়াদ শেষ হলে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হবে এবং হংকংকে চীনের একটি সাধারণ প্রদেশ হিসেবে ঘোষণা করা হতে পারে।
উৎস: Britannica

0
Updated: 3 months ago
’লাইন অব একচুয়াল কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা?
Created: 3 weeks ago
A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅

0
Updated: 3 weeks ago