সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? [সেপ্টেম্বর, ২০২৫]
A
জাপান
B
ফ্রান্স
C
যুক্তরাজ্য
D
ইতালি
উত্তরের বিবরণ
যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
-
সুবিধা: মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদরোগ শনাক্ত করতে সক্ষম – হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ, এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন
-
উন্নত নির্ণয়: মানুষের কানে সহজে ধরা না পড়া হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করতে পারে
-
পরীক্ষা: যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর উপর পরীক্ষিত
-
বাণিজ্যিক উৎপাদন: ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি তৈরি করছে
উল্লেখ্য, বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি ১৮১৬ সালে উদ্ভাবন করা হয়েছিল।
অতিরিক্তভাবে বলা যায়, এই নতুন এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ হৃদরোগের দ্রুত ও নির্ভুল নির্ণয়ে বিপ্লবী পরিবর্তন আনতে পারে।

0
Updated: 10 hours ago
নিম্নলিখিত কোন রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে?
Created: 3 weeks ago
A
নিউজিল্যান্ড
B
যুক্তরাজ্য
C
শ্রীলঙ্কা
D
ডেনমার্ক
- যুক্তরাজ্যে "হাউস অব কমন্স" (নিম্নকক্ষ) এবং "হাউস অব লর্ডস" (উচ্চকক্ষ) রয়েছে।
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- যুক্তরাজ্যে "হাউস অব কমন্স" (নিম্নকক্ষ) এবং "হাউস অব লর্ডস" (উচ্চকক্ষ) রয়েছে।
অন্যদিকে:
- নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ডেনমার্কের এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
- নিউজিল্যান্ড: হাউস অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)
- শ্রীলঙ্কা: পার্লামেন্ট অব শ্রীলঙ্কা (Parliament of Sri Lanka)
- ডেনমার্ক: ফোকেটিং (Folketinget)

0
Updated: 3 weeks ago