সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
A
ভারত
B
নেপাল
C
ভুটান
D
বাংলাদেশ
উত্তরের বিবরণ
সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
-
চূড়ান্ত জয়: ২৯ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৫–০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত
-
রাউন্ড রবিন লিগ ফলাফল: ভারতের পাঁচটি ম্যাচের সবকটিতে জয়
-
পয়েন্ট: ভারতের অর্জন ১৫ পয়েন্ট
-
বাংলাদেশের অবস্থান: সমান ম্যাচে তিনটি জয়, একটি করে ড্র ও হার; ১০ পয়েন্ট
-
নেপালের অবস্থান: ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান
অতিরিক্তভাবে বলা যায়, ভারতের এই চ্যাম্পিয়নশিপ জয় দেশের অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দলের শক্তিশালী পারফরম্যান্স এবং অঞ্চলীয় আধিপত্যের প্রতিফলন।

0
Updated: 10 hours ago
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
Created: 1 month ago
A
নেপাল
B
ভারত
C
মিয়ানমার
D
ইরান
ব্ল্যাক ক্যাট – ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী কমান্ডো ইউনিট
‘ব্ল্যাক ক্যাট’ নামটি আসলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় উপাধি। এটি একটি বিশেষায়িত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী,
যা মূলত সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য গঠিত। NSG হচ্ছে একটি অভিজাত কমান্ডো ফোর্স, যেখানে দেশের বিভিন্ন সামরিক ও আধা-সামরিক বাহিনী থেকে দক্ষ সদস্য বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়।
এই ইউনিটটি শুধুমাত্র ভারতের অভ্যন্তরে কাজ করে এবং দেশের ভেতরে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় দ্রুত ও কার্যকর ভূমিকা রাখে। ব্ল্যাক ক্যাট বাহিনী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
এই বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে। বর্তমানে এর প্রধান কার্যালয় অবস্থিত ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
তথ্যসূত্র: National Security Guard (NSG) – Government of India Official Website.

0
Updated: 1 month ago
’লাইন অব একচুয়াল কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা?
Created: 3 weeks ago
A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅

0
Updated: 3 weeks ago
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?
Created: 3 weeks ago
A
চীন
B
ভারত
C
ব্রাজিল
D
যুক্তরাষ্ট্র
ভারত
-
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত।
-
প্রধান কারণ: দেশের উচ্চ জনসংখ্যা এবং ভোটার সংখ্যা, যা অন্য যেকোনো দেশে নেই।
-
জনসংখ্যা: প্রায় ১৪০ কোটি।
-
ভোটার সংখ্যা: প্রায় ৯৬ কোটি ৯০ লাখ।
সংবিধান ও সংসদীয় ব্যবস্থা:
-
ভারতের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট:
-
উচ্চ কক্ষ: রাজ্যসভা
-
নিম্ন কক্ষ: লোকসভা
-
-
সদস্য সংখ্যা:
-
লোকসভা: ৫৪৩
-
রাজ্যসভা: ২৪৫
-
-
সরকার গঠনের জন্য প্রয়োজন: লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে ২৭২ আসন।
-
ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক বিস্তারিত ব্যাখ্যাসমৃদ্ধ সংবিধান।
তথ্যসূত্র: বিবিসি

0
Updated: 3 weeks ago