What inspired Yeats to write the poem “The Lake Isle of Innisfree”?
A
A fountain in London
B
A shop window in Strand, London
C
An old Irish legend
D
A school lesson
উত্তরের বিবরণ
Yeats লন্ডনের Strand রোডে হাঁটতে হাঁটতে একটি পাখির খাঁচার দোকানের জানালা দেখেন। সেখানে পানির শব্দ শুনে তার মনে পড়ে যায় Innisfree-এর লেকের ঢেউ। এই অভিজ্ঞতা থেকেই তিনি কবিতাটি লেখেন।
0
Updated: 1 month ago
What is the rhyme scheme of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
ABAB
B
AABB
C
ABCB
D
Free verse
“The Lake Isle of Innisfree” কবিতাটির ছন্দ বিন্যাস হলো ABAB rhyme scheme। অর্থাৎ প্রথম ও তৃতীয় লাইন মিলে যায়, এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন মিলিত হয়। Yeats এই ছন্দ ব্যবহার করেছেন যাতে কবিতার ধ্বনি প্রবাহ শান্ত ও সঙ্গীতধর্মী হয়।
প্রকৃতির বর্ণনা ও শান্তির আকাঙ্ক্ষা এই ছন্দের কারণে আরও ছন্দোময় হয়ে ওঠে। ABAB ছন্দ কবিতার ধ্যানমগ্ন গুণকে বাড়িয়ে দেয়, পাঠককে শান্তির অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। Yeats কেবল বিষয়বস্তু দিয়েই নয়, ছন্দ দিয়েও প্রকৃতির সুষমা ফুটিয়ে তুলেছেন।
0
Updated: 1 month ago
What does Yeats want for his daughter’s emotional future in "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
To have a life full of excitement and adventure
B
To be free from all emotional suffering
C
To experience a balanced and harmonious life
D
To become emotionally detached from the world
Yeats চেয়েছেন তার কন্যা একটি ভারসাম্যপূর্ণ এবং সুষম জীবন কাটাক, যেখানে সে সব ধরনের আবেগের মধ্যে শান্তি এবং সমতা বজায় রাখবে। তিনি চান, তার কন্যার জীবনে অত্যাধিক উত্তেজনা বা অস্থিরতা না এসে, সে শান্তিপূর্ণভাবে জীবন কাটাক।
1
Updated: 1 month ago
What is the significance of the “storm” in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
It represents the dangers of nature
B
It symbolizes Yeats’s inner turmoil
C
It is a metaphor for political and social upheaval
D
It refers to the poet’s personal struggles
Yeats কবিতায় “storm” দিয়ে বোঝাচ্ছেন যে, পৃথিবী রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিপর্যয়ের মধ্যে আক্রান্ত। এই আবহাওয়া তিনি তার কন্যার জন্য বিপজ্জনক হিসেবে দেখছেন এবং চাচ্ছেন সে যেন এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত থাকে।
1
Updated: 1 month ago