What inspired Yeats to write the poem “The Lake Isle of Innisfree”?
A
A fountain in London
B
A shop window in Strand, London
C
An old Irish legend
D
A school lesson
উত্তরের বিবরণ
Yeats লন্ডনের Strand রোডে হাঁটতে হাঁটতে একটি পাখির খাঁচার দোকানের জানালা দেখেন। সেখানে পানির শব্দ শুনে তার মনে পড়ে যায় Innisfree-এর লেকের ঢেউ। এই অভিজ্ঞতা থেকেই তিনি কবিতাটি লেখেন।

0
Updated: 10 hours ago
Where does the poet hear the sound of the lake water lapping?
Created: 2 days ago
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।

2
Updated: 2 days ago
'Easter 1916' is written by whom?
Created: 2 weeks ago
A
Edgar Allan Poe
B
Virginia Woolf
C
William Butler Yeats
D
Samuel Beckett
• 'Easter 1916' is written by William Butler Yeats.
• Easter 1916 :
- "Easter 1916" হলো আইরিশ কবি William Butler Yeats-এর লেখা একটি প্রভাবশালী কবিতা।
- এটি আইরিশ স্বাতন্ত্র্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, Easter Rising 1916-এর স্মরণে লেখা।
- কবিতায় Yeats স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করেছেন এবং তাদের ত্যাগের মর্যাদা তুলে ধরেছেন।
• William Butler Yeats:
- ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার।
- তিনি আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের মুখ্য ব্যক্তি ছিলেন।
- তার কবিতায় প্রেম, স্বদেশপ্রেম, ইতিহাস ও অতিপ্রাকৃত বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়।
- Easter 1916, The Second Coming, এবং Sailing to Byzantium তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Famous works by W. B. Yeats:
- The Second Coming.
- The Lake Isle of Innisfree.
- Easter, 1916.
- Sailing to Byzantium.
- When You Are Old.
- Among School Children.
- A Prayer for My Daughter.
- The Tower.
- Leda and the Swan.
- The Wild Swans at Coole.
Source: Britannica.

0
Updated: 2 weeks ago
Which of the following is not an American poet?
Created: 1 month ago
A
Robert Frost
B
W.B. Yeats
C
Emily Dickinson
D
Langston Hughes
(ক) Robert Frost - American Poet
(খ) W. B. Yeats - Irish Poet
(গ) Emily Dickinson - American Poet
(ঘ) Langston Hughes - American Poet

0
Updated: 1 month ago