“In the poem, what does the purple glow at noon represent?”
A
Mystical beauty of nature
B
Fire of industry
C
Anger of people
D
Political tension
উত্তরের বিবরণ
Purple glow প্রকৃতির রহস্যময় সৌন্দর্য প্রকাশ করে। এটি দুপুরের আলোকে মায়াবী রূপ দেয়। Yeats এখানে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকাশ করেছেন। বেগুনি রঙ সাধারণত রহস্য, ধ্যান এবং শান্তির প্রতীক।

0
Updated: 10 hours ago
Which part of the day is not directly mentioned in the poem?
Created: 2 days ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 2 days ago
Which part of the day is not directly mentioned in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 2 days ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 2 days ago
In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what literary device is used in the line “peace comes dropping slow”?
Created: 10 hours ago
A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Personification
“peace comes dropping slow”-এ শান্তিকে শিশিরবিন্দুর মতো ধীরে আসা হিসেবে বোঝানো হয়েছে। এখানে শান্তিকে একটি ভৌত বস্তু বা তরলের মতো কল্পনা করা হয়েছে, যা আস্তে ঝরে পড়ে। এটি metaphor এর উদাহরণ। Yeats প্রায়ই প্রকৃতির সঙ্গে বিমূর্ত ধারণাকে যুক্ত করেন যাতে কাব্যের ধ্যানমগ্নতা বাড়ে।

0
Updated: 10 hours ago