In W. B. Yeats’s poem “The Lake Isle of Innisfree”, Innisfree is an island associated with which Irish county?
A
Cork
B
Sligo
C
Dublin
D
Galway
উত্তরের বিবরণ
Innisfree হলো আয়ারল্যান্ডের Sligo কাউন্টিতে অবস্থিত। Yeats শৈশবে এখানে বেড়ে উঠেছিলেন। Sligo-এর প্রকৃতি তার কাব্যের মূল অনুপ্রেরণা। তাই Innisfree শুধুই একটি দ্বীপ নয়, বরং তার শৈশব স্মৃতির অংশ এবং শান্তির প্রতীক।
0
Updated: 1 month ago
Which season’s imagery is most present in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Summer
B
Spring
C
Winter
D
Autumn
কবিতায় মৌমাছি, বীন রো এবং শান্ত দুপুরের আভা—এসব মিলিয়ে গ্রীষ্মকালীন পরিবেশ ফুটে উঠেছে। Summer এখানে উষ্ণতা ও প্রাচুর্যের প্রতীক। Yeats দেখাতে চেয়েছেন প্রকৃতির প্রাণশক্তি ও শান্তি একসাথে বিদ্যমান। গ্রীষ্মকাল প্রকৃতির পূর্ণ বিকাশকে চিত্রিত করে।
0
Updated: 1 month ago
What is the main literary genre of “The Second Coming”?
Created: 1 month ago
A
Modernist prophetic poem
B
Epic romance
C
Classical satire
D
Dramatic monologue
কবিতাটি হলো একটি Modernist prophetic poem। Yeats বাইবেলীয় ভবিষ্যদ্বাণীর ভঙ্গি ব্যবহার করেছেন, কিন্তু এখানে শান্তির বদলে বিশৃঙ্খলার বার্তা আছে। এই prophetic Modernism কবিতাটিকে বিশেষ শক্তি দিয়েছে।
0
Updated: 1 month ago
What does Yeats mean by “the world’s fate” in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
His own future
B
The future of his daughter and her generation
C
The future of Ireland’s politics
D
The spiritual destiny of mankind
Yeats কবিতায় “the world’s fate” বলতে বোঝাচ্ছেন তার কন্যার ভবিষ্যৎ এবং তার প্রজন্মের ভবিষ্যৎ। তিনি চান, তার কন্যা একটি অস্থির দুনিয়া থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং সুরক্ষিত জীবন কাটাক।
1
Updated: 1 month ago