আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় কবে?
A
২৮ আগস্ট
B
২৯ আগস্ট
C
৩০ আগস্ট
D
৩১ আগস্ট
উত্তরের বিবরণ
প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিকভাবে গুম প্রতিরোধ দিবস পালিত হয়।
-
প্রকাশ ও ঘোষণা: ২০১০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ৩০ আগস্টকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়
-
বাংলাদেশে পালন: ২০১১ সাল থেকে বাংলাদেশে এই দিবস পালিত হয়ে আসছে
-
বাংলাদেশের পদক্ষেপ: ২০২৪ সালের ২৯ আগস্ট গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী গুম ও জোরপূর্বক নিখোঁজের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সংহতি প্রকাশ এবং রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা
অতিরিক্তভাবে বলা যায়, এই দিবস গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং মানবাধিকার রক্ষা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ববোধ বৃদ্ধি-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 10 hours ago
আন্তর্জাতিক অভিবাসী দিবস’ কবে পালিত হয়?
Created: 1 week ago
A
২১ আগস্ট
B
২২ জুলাই
C
২৩ সেপ্টেম্বর
D
১৮ ডিসেম্বর
আন্তর্জাতিক অভিবাসী দিবস
-
প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
-
১৯৯০ সালে জাতিসংঘ অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
-
এর ধারাবাহিকতায় মাইগ্রেন্ট রাইটস ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কনভেনশন অন মাইগ্রেন্টস রাইটসসহ বিভিন্ন বৈশ্বিক সংগঠন অভিবাসীদের স্বার্থ রক্ষায় প্রচারণা চালায়।
-
অবশেষে ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে, প্রতিবছর ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হবে।
অন্য দিবসসমূহ (ডিসেম্বর মাস):
-
৭ ডিসেম্বর: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস।
-
৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
Created: 2 months ago
A
৩১ জানুয়ারি
B
৩১ মার্চ
C
৩০ এপ্রিল
D
৩১ মে
বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।
অন্যদিকে,
- ৩১ জানুয়ারি: রাস্তার শিশু দিবস।
- ৩১ মার্চ: জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago
আন্তর্জাতিক ওজোন দিবস (International Day for the Prevention of the Ozone Layer) কত তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
২২ জুলাই
B
২৮ জুলাই
C
১৭ আগস্ট
D
১৬ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করি।
ওজোন স্তর
-
১৯১৩ সালে ফরাসি বিজ্ঞানী চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন প্রথম ওজোন স্তর আবিষ্কার করেন।
-
ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন ওজোন স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেন।
-
তাই প্রতি বছর ১৬ সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা করার জন্য দিবস পালন করা হয়।
মন্ট্রিল প্রটোকল
-
মন্ট্রিল প্রটোকলের পূর্ণ নাম: “The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer” অর্থাৎ ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি।
-
এই প্রটোকলের মূল উদ্দেশ্য হলো ওজোন স্তর রক্ষা করা।
-
ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার নামে উচ্চ অংশে থাকে।
-
এই প্রটোকলের মাধ্যমে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করা পদার্থের নিঃসরণ কমানো বা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
-
মন্ট্রিল প্রটোকল গৃহীত হয় ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিল শহরে।
-
এর কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারি ১৯৮৯ থেকে।
সূত্র: UNEP ওয়েবসাইট

0
Updated: 1 month ago