In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what does the poet’s wish to build a small hut symbolize?
A
Desire for simple, natural living
B
Ambition for luxury
C
Nostalgia for childhood toys
D
Rejection of religion
উত্তরের বিবরণ
ছোট কুঁড়েঘর বানানোর ইচ্ছা প্রতীকায়িত করে কবির সরল ও প্রাকৃতিক জীবনের আকাঙ্ক্ষা। Yeats বোঝাতে চান প্রকৃতির কোলে ফিরে গিয়ে মানুষ আসল শান্তি খুঁজে পায়। এটি শহুরে বিলাসিতা ও যান্ত্রিক জীবন থেকে পালানোর ইঙ্গিত।
0
Updated: 1 month ago
Which part of the day is not directly mentioned in the poem?
Created: 1 month ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago
What does Yeats wish for his daughter's appearance in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
To be wealthy and well-dressed
B
To be beautiful but not obsessed with beauty
C
To have a perfect body
D
To have the same appearance as the poet
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা সুন্দর হোক, তবে সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মোহ না রাখুক। তিনি জানেন সৌন্দর্য চিরস্থায়ী নয়, কিন্তু চরিত্র ও আত্মবিশ্বাসই তাকে বাস্তব জীবনে সফল হতে সহায়তা করবে।
1
Updated: 1 month ago
What is the mood of the poem "Easter 1916"?
Created: 1 month ago
A
Optimistic
B
Ambivalent and reflective
C
Joyful
D
Melancholic and regretful
Yeats কবিতাটিতে আবেগপ্রবণ এবং দ্বিধান্বিত মেজাজে আলোচনা করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের গুরুত্ব স্বীকার করলেও, তিনি নিজেও এই বিদ্রোহের পরিণতি নিয়ে মিশ্র অনুভুতি প্রকাশ করেছেন। কবিতায় দ্বন্দ্ব, ভাবনা এবং ইতিহাসের প্রতি একটি গভীর প্রতিফলন দেখা যায়।
3
Updated: 1 month ago