What theme is central in the poem “The Lake Isle of Innisfree”?
A
Desire for natural peace
B
Celebration of war
C
Political rebellion
D
Urban progress
উত্তরের বিবরণ
পুরো কবিতার কেন্দ্রে রয়েছে প্রকৃতির শান্তি পাওয়ার আকাঙ্ক্ষা। Yeats শহুরে জীবনের ক্লান্তি থেকে মুক্ত হয়ে প্রকৃতির কোলে শান্তি খুঁজতে চান। এটি মানুষের চিরন্তন টানকে প্রকাশ করে—শহর থেকে প্রকৃতির দিকে ফেরার আকাঙ্ক্ষা।

0
Updated: 10 hours ago
Which two contrasting places are central in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 10 hours ago
A
Innisfree and London city
B
Innisfree and Dublin
C
Innisfree and Paris
D
Innisfree and New York
কবিতায় মূল বৈপরীত্য হলো Innisfree-এর শান্ত প্রকৃতি আর লন্ডনের কোলাহলপূর্ণ শহুরে জীবন। Yeats লন্ডনের ফুটপাথে দাঁড়িয়ে থেকেও Innisfree-এর লেকের শব্দ শুনতে পান। এটি শহুরে জীবনের যান্ত্রিকতার বিপরীতে প্রকৃতির আহ্বানকে প্রতীকায়িত করে। এই বৈপরীত্য পুরো কবিতার মূল ভিত্তি।

0
Updated: 10 hours ago
“In the poem, what does the purple glow at noon represent?”
Created: 10 hours ago
A
Mystical beauty of nature
B
Fire of industry
C
Anger of people
D
Political tension
Purple glow প্রকৃতির রহস্যময় সৌন্দর্য প্রকাশ করে। এটি দুপুরের আলোকে মায়াবী রূপ দেয়। Yeats এখানে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকাশ করেছেন। বেগুনি রঙ সাধারণত রহস্য, ধ্যান এবং শান্তির প্রতীক।

0
Updated: 10 hours ago
What is the effect of contrasting “the best” and “the worst”?
Created: 2 days ago
A
It shows moral inversion in society
B
It praises good people
C
It condemns animals
D
It glorifies religion
Yeats লিখেছেন ভালোরা নীরব, খারাপরা তীব্র আবেগে ভরা। এটি নৈতিকতার উল্টোচিত্র। সমাজে উল্টোটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অবক্ষয়ই নিয়ন্ত্রণ নিচ্ছে।

0
Updated: 2 days ago