Which season’s imagery is most present in the poem “The Lake Isle of Innisfree”?
A
Summer
B
Spring
C
Winter
D
Autumn
উত্তরের বিবরণ
কবিতায় মৌমাছি, বীন রো এবং শান্ত দুপুরের আভা—এসব মিলিয়ে গ্রীষ্মকালীন পরিবেশ ফুটে উঠেছে। Summer এখানে উষ্ণতা ও প্রাচুর্যের প্রতীক। Yeats দেখাতে চেয়েছেন প্রকৃতির প্রাণশক্তি ও শান্তি একসাথে বিদ্যমান। গ্রীষ্মকাল প্রকৃতির পূর্ণ বিকাশকে চিত্রিত করে।
0
Updated: 1 month ago
How does Yeats describe the “terrible beauty” in the poem "Easter 1916" ?
Created: 1 month ago
A
As a reflection of the political power of the Irish
B
As the beautiful result of rebellion despite the destruction
C
As the beauty of the martyrs
D
As the beauty of sacrifice without meaning
Yeats “terrible beauty” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, বিদ্রোহের পরিণতি একদিকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক, অন্যদিকে তা এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করেছে—যেমন স্বাধীনতার জন্য আত্মত্যাগের মাধ্যমে একটি মহান এবং চিরস্থায়ী মূল্য সৃষ্টি হয়েছে।
2
Updated: 1 month ago
What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।
0
Updated: 1 month ago
What is the overall mood of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Peaceful longing for nature
B
Anger against society
C
Celebration of urban life
D
Political protest
কবিতার সামগ্রিক মেজাজ হলো প্রকৃতির প্রতি শান্তিপূর্ণ আকাঙ্ক্ষা। Yeats শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে পালিয়ে প্রকৃতির কোলে ফিরে যেতে চান। Innisfree তার কাছে আশ্রয়স্থল, যেখানে তিনি ধ্যানমগ্ন ও আত্মশুদ্ধ জীবন যাপন করবেন। কবিতার প্রতিটি চিত্রকল্প এই শান্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।
0
Updated: 1 month ago