[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন।] রপ্তানি আয়ে বর্তমানে প্রাণিসম্পদের অবদান কত?
A
৮ ভাগ
B
১০ ভাগ
C
১২ ভাগ
D
১৩ ভাগ
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
• একক পণ্য হিসাবে নীটওয়্যার সবচেয়ে বেশি রপ্তানি হয়। পরিমাণ – ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
• রপ্তানিতে ‘প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ২.৬৩% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার – ৯৭.৩৭%।
• প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে – ‘কৃষিজাত পণ্য’। দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে – ‘হিমায়িত খাদ্য’।
প্রাণিসম্পদের মধ্যে, রপ্তানি আয়ে চামড়ার অবদান - ০.২৩ শতাংশ।
প্রাণিজাত পণ্য রপ্তানি:
- বাংলাদেশ চামড়ার পাশাপাশি হিমায়িত মাংস, গরু-মহিষের নাড়ি-ভুঁড়ি, মিট অফালস, ওম্যাসাম, এবোম্যাসাম, মিষ্টি জাতীয় পণ্য, হোয়ে পাউডার, বোন চিপস, জিলাটিন, বুলস্টিক, গরুর লেজের লোম, হাঁসের পালক, ফিড সাপ্লিমেন্ট প্রভৃতি প্রাণিজ উপজাত রপ্তানি করে থাকে। - ২০২২-২৩ অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ ছিল ৪,৩৯০ কোটি টাকা।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 1 month ago