In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what does the sound of the lake water lapping symbolize?
A
Eternal rhythm of nature
B
Temporary relief from pain
C
Celebration of festivals
D
Noise of the city
উত্তরের বিবরণ
লেকের ঢেউয়ের অবিরাম শব্দ প্রকৃতির চিরন্তন ছন্দকে বোঝায়। এটি Yeats-এর কাছে শান্তির প্রতীক। শহরের কোলাহল তাকে ক্লান্ত করে তোলে, কিন্তু এই ঢেউয়ের শব্দ মনে করিয়ে দেয় যে প্রকৃতি চিরকাল শান্ত ও ধ্যানমগ্ন। এটি প্রকৃতির অমলিন সৌন্দর্য ও আধ্যাত্মিক টানের প্রতীক।
0
Updated: 1 month ago
In W. B. Yeats’s poem “A Prayer for My Daughter”, what personal qualities does Yeats wish for his daughter’s future?
Created: 1 month ago
A
She should be politically active
B
She should be independent and strong-willed
C
She should be able to enjoy life's pleasures without being consumed by them
D
She should become a renowned intellectual
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা জীবনের আনন্দ উপভোগ করুক, তবে সে যেন সেই আনন্দের দ্বারা নিয়ন্ত্রিত বা বিপর্যস্ত না হয়ে যায়। তিনি চেয়েছেন তার কন্যা সামাজিক চাপ এবং কৃত্রিমতার মধ্যে হারিয়ে না গিয়ে, নিজের চরিত্রের বিকাশ ঘটাক।
3
Updated: 1 month ago
Where does the poet hear the sound of the lake water lapping?
Created: 1 month ago
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।
2
Updated: 1 month ago
What theme connects “The Second Coming” with Modernism?
Created: 1 month ago
A
Collapse of tradition and rise of uncertainty
B
Celebration of progress
C
Praise of religion
D
Joy of romance
Modernism-এর মূল বৈশিষ্ট্য হলো ঐতিহ্যের পতন, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা। Yeats এই কবিতায় সেটাই দেখিয়েছেন। পুরনো যুগ শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ভয়ঙ্কর।
1
Updated: 1 month ago