In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what does the poet’s wish to build a small hut symbolize?
A
Desire for simple, natural living
B
Ambition for luxury
C
Nostalgia for childhood toys
D
Rejection of religion
উত্তরের বিবরণ
ছোট কুঁড়েঘর বানানোর ইচ্ছা প্রতীকায়িত করে কবির সরল ও প্রাকৃতিক জীবনের আকাঙ্ক্ষা। Yeats বোঝাতে চান প্রকৃতির কোলে ফিরে গিয়ে মানুষ আসল শান্তি খুঁজে পায়। এটি শহুরে বিলাসিতা ও যান্ত্রিক জীবন থেকে পালানোর ইঙ্গিত।

0
Updated: 10 hours ago
What is the overall mood of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 10 hours ago
A
Peaceful longing for nature
B
Anger against society
C
Celebration of urban life
D
Political protest
কবিতার সামগ্রিক মেজাজ হলো প্রকৃতির প্রতি শান্তিপূর্ণ আকাঙ্ক্ষা। Yeats শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে পালিয়ে প্রকৃতির কোলে ফিরে যেতে চান। Innisfree তার কাছে আশ্রয়স্থল, যেখানে তিনি ধ্যানমগ্ন ও আত্মশুদ্ধ জীবন যাপন করবেন। কবিতার প্রতিটি চিত্রকল্প এই শান্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 10 hours ago
What is the significance of Byzantium in "Sailing to Byzantium"?
Created: 2 days ago
A
A place of spiritual immortality and eternal art
B
A city of political power
C
A symbol of childhood
D
A symbol of natural beauty
Byzantium কবিতায় আধ্যাত্মিক অমরত্ব এবং চিরস্থায়ী শিল্পের প্রতীক। Yeats এখানে Byzantium-কে এমন এক স্থান হিসেবে চিত্রিত করেছেন, যেখানে সময়ের প্রভাব ছিল না, এবং শিল্প ও সংস্কৃতি চিরকাল অমর থাকে। কবি এই শহরের শিল্পের অংশ হতে চান।

0
Updated: 2 days ago
What kind of dwelling does the poet wish to build at Innisfree?
Created: 2 days ago
A
A stone castle
B
A small hut made of clay and wattles
C
A wooden church
D
A fisherman’s cottage
Yeats কল্পনায় একটি ছোট কুঁড়েঘর বানাতে চান, যা মাটি ও ডালের তৈরি হবে। এটি প্রতীকী, কারণ এখানে সরল জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার ইঙ্গিত আছে। শহরের বিলাসী জীবনের বিপরীতে এই কুঁড়েঘর হলো নিস্তব্ধতা ও শান্তির জায়গা। কবির কাছে এটি শুধু একটি আশ্রয় নয়, বরং একধরনের আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।

0
Updated: 2 days ago