What is the overall mood of the poem “The Lake Isle of Innisfree”?
A
Peaceful longing for nature
B
Anger against society
C
Celebration of urban life
D
Political protest
উত্তরের বিবরণ
কবিতার সামগ্রিক মেজাজ হলো প্রকৃতির প্রতি শান্তিপূর্ণ আকাঙ্ক্ষা। Yeats শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে পালিয়ে প্রকৃতির কোলে ফিরে যেতে চান। Innisfree তার কাছে আশ্রয়স্থল, যেখানে তিনি ধ্যানমগ্ন ও আত্মশুদ্ধ জীবন যাপন করবেন। কবিতার প্রতিটি চিত্রকল্প এই শান্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Who of the following writers was not a novelist?
Created: 2 months ago
A
Charles Dickens
B
W.B. Yeats
C
James Joyce
D
Jane Austen
English
Irish writers in english
The Modern Period (1901-1939)
William Butler Yeats (1865-1939)
বিসিএস
• W.B. Yeats কোনো উপন্যাসিক নন
উল্লিখিত অপশনগুলোর মধ্যে W.B. Yeats একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তিনি কখনোই উপন্যাস লিখেননি।
অন্যদিকে, Charles Dickens, James Joyce ও Jane Austen – এই তিনজনই বিখ্যাত ঔপন্যাসিক (novelist) ছিলেন।
W.B. Yeats
W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি ও নাট্যকার। অনেকেই তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি (National Poet) হিসেবে গণ্য করেন।
তার লেখাগুলো আয়ারল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতির প্রভাব বহন করে।
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ তার কবিতায় ফুটে উঠেছে।
তিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাকে প্রথম আইরিশ লেখক হিসেবে এই সম্মান এনে দেয়।
• W.B. Yeats-এর বিখ্যাত কিছু কবিতা
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
• তার রচিত কিছু জনপ্রিয় নাটক
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk's Well
তথ্যসূত্র: Britannica
1
Updated: 2 months ago
What is the central theme of "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
The fleeting nature of youth
B
The poet's desire for his daughter’s happiness and safety
C
The power of nature
D
The importance of political change
Yeats "A Prayer for My Daughter" কবিতায় তার কন্যার সুখ এবং সুরক্ষা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তিনি তার কন্যার জন্য এমন একটি জীবন চেয়েছেন যেখানে প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের দুর্দশা তাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে।
0
Updated: 1 month ago
Who wrote the poem 'The Second Coming?'
Created: 1 month ago
A
T.S. Eliot
B
Robert Frost
C
William Shakespeare
D
William Butler Yeats
The Second Coming হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি দুটি স্তরবিশিষ্ট(blank verse) কবিতা, যা ভবিষ্যদ্বাণীমূলক (prophetic) ধাঁচের। কবিতায় Yeats প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশৃঙ্খল পরিস্থিতি, সমাজের অস্থিরতা এবং সভ্যতার অনিশ্চিত ভবিষ্যৎ তুলে ধরেছেন।
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি, নাট্যকার ও সাহিত্যিক, আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য, রাজনীতি ও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসার প্রতিফলন বহন করে।
-
Yeats কে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, প্রথম আইরিশ হিসেবে।
প্রধান কবিতাসমূহ:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death
উৎস:
0
Updated: 1 month ago