"In W. B. Yeats’ poem ‘The Lake Isle of Innisfree’, why does the poet hear the sound of water even in the city?"
A
Because of his deep inner connection with nature
B
Because there was a lake in the city
C
Because he imagined it in a dream
D
Because he lived beside a river
উত্তরের বিবরণ
Yeats শহরে থেকেও পানির শব্দ শোনেন কারণ তার অন্তরের সঙ্গে প্রকৃতির গভীর টান। প্রকৃতি তার মনে এতটাই প্রোথিত যে শহরের ভিড়েও তিনি লেকের ঢেউয়ের ধ্বনি অনুভব করেন। এটি প্রতীকায়িত করে প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ক।

0
Updated: 10 hours ago
What kind of dwelling does the poet wish to build at Innisfree?
Created: 2 days ago
A
A stone castle
B
A small hut made of clay and wattles
C
A wooden church
D
A fisherman’s cottage
Yeats কল্পনায় একটি ছোট কুঁড়েঘর বানাতে চান, যা মাটি ও ডালের তৈরি হবে। এটি প্রতীকী, কারণ এখানে সরল জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার ইঙ্গিত আছে। শহরের বিলাসী জীবনের বিপরীতে এই কুঁড়েঘর হলো নিস্তব্ধতা ও শান্তির জায়গা। কবির কাছে এটি শুধু একটি আশ্রয় নয়, বরং একধরনের আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।

0
Updated: 2 days ago
Which poet wrote The Tower?
Created: 1 month ago
A
William Butler Yeats
B
T. S. Eliot
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
The poem “Isle of Innisfree” is written by-
Created: 1 month ago
A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W. B. Yeats
W.B.
Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল
: পুরস্কার লাভ করেন। WB Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি' অনুবাদ করতে
সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন।
W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
1.
The Lake Isle of Innisfree 2. The Second Coming 3. Sailing to Byzantium 4. Leda
and the Swan 5. Death Long-legged Fly 6. No Second Troy 7. Easter 1916

0
Updated: 1 month ago