Which two contrasting places are central in the poem “The Lake Isle of Innisfree”?
A
Innisfree and London city
B
Innisfree and Dublin
C
Innisfree and Paris
D
Innisfree and New York
উত্তরের বিবরণ
কবিতায় মূল বৈপরীত্য হলো Innisfree-এর শান্ত প্রকৃতি আর লন্ডনের কোলাহলপূর্ণ শহুরে জীবন। Yeats লন্ডনের ফুটপাথে দাঁড়িয়ে থেকেও Innisfree-এর লেকের শব্দ শুনতে পান। এটি শহুরে জীবনের যান্ত্রিকতার বিপরীতে প্রকৃতির আহ্বানকে প্রতীকায়িত করে। এই বৈপরীত্য পুরো কবিতার মূল ভিত্তি।
0
Updated: 1 month ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What is the significance of “a world of changing things” in "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
It represents the inevitability of death
B
It symbolizes the political changes in Ireland
C
It signifies the eternal cycle of nature
D
It highlights the instability of human existence
Yeats এখানে “a world of changing things” দিয়ে পৃথিবীর অস্থিরতা এবং মানুষের জীবনের অনিশ্চয়তা প্রকাশ করেছেন। তিনি চান, তার কন্যা এই বিশ্বের পরিবর্তনশীল প্রকৃতির মধ্যে শান্তি এবং শক্তি বজায় রাখুক।
2
Updated: 1 month ago
In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what literary device is used in the line “peace comes dropping slow”?
Created: 1 month ago
A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Personification
“peace comes dropping slow”-এ শান্তিকে শিশিরবিন্দুর মতো ধীরে আসা হিসেবে বোঝানো হয়েছে। এখানে শান্তিকে একটি ভৌত বস্তু বা তরলের মতো কল্পনা করা হয়েছে, যা আস্তে ঝরে পড়ে। এটি metaphor এর উদাহরণ। Yeats প্রায়ই প্রকৃতির সঙ্গে বিমূর্ত ধারণাকে যুক্ত করেন যাতে কাব্যের ধ্যানমগ্নতা বাড়ে।
0
Updated: 1 month ago