What is the overall mood of the poem “The Lake Isle of Innisfree”?
A
Peaceful longing for nature
B
Anger against society
C
Celebration of urban life
D
Political protest
উত্তরের বিবরণ
কবিতার সামগ্রিক মেজাজ হলো প্রকৃতির প্রতি শান্তিপূর্ণ আকাঙ্ক্ষা। Yeats শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে পালিয়ে প্রকৃতির কোলে ফিরে যেতে চান। Innisfree তার কাছে আশ্রয়স্থল, যেখানে তিনি ধ্যানমগ্ন ও আত্মশুদ্ধ জীবন যাপন করবেন। কবিতার প্রতিটি চিত্রকল্প এই শান্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 10 hours ago
In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what does the sound of the lake water lapping symbolize?
Created: 10 hours ago
A
Eternal rhythm of nature
B
Temporary relief from pain
C
Celebration of festivals
D
Noise of the city
লেকের ঢেউয়ের অবিরাম শব্দ প্রকৃতির চিরন্তন ছন্দকে বোঝায়। এটি Yeats-এর কাছে শান্তির প্রতীক। শহরের কোলাহল তাকে ক্লান্ত করে তোলে, কিন্তু এই ঢেউয়ের শব্দ মনে করিয়ে দেয় যে প্রকৃতি চিরকাল শান্ত ও ধ্যানমগ্ন। এটি প্রকৃতির অমলিন সৌন্দর্য ও আধ্যাত্মিক টানের প্রতীক।

0
Updated: 10 hours ago
How many bean-rows does the poet plan to cultivate?
Created: 2 days ago
A
Ten
B
Nine
C
Seven
D
Twelve
কবিতায় কবি বলেন তিনি “nine bean-rows” রাখবেন। নয় সংখ্যা এখানে প্রতীকী, যা অনেক সংস্কৃতিতে পূর্ণতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং শৃঙ্খলার প্রতীক। কৃষিকাজের এই উল্লেখ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে স্বনির্ভর জীবনের ধারণা প্রকাশ করে। এটি শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তিপূর্ণ ও শ্রমনির্ভর জীবনের ইঙ্গিত বহন করে।

1
Updated: 2 days ago
What is the symbolic role of “the centre” in the poem “The Second Coming”?
Created: 2 days ago
A
Childhood memory
B
Authority and tradition
C
Natural beauty
D
Romantic love
“the centre cannot hold” বোঝায় কেন্দ্রীয় কর্তৃত্ব ও ঐতিহ্যের পতন। কেন্দ্র মানে সেই শক্তি যা সবকিছুকে ধরে রাখে—ধর্ম, রাজনীতি, নৈতিকতা। কিন্তু সেটি ভেঙে পড়ায় সমাজ ভেঙে যাচ্ছে।

0
Updated: 2 days ago