What kind of hut does the poet imagine at Innisfree?
A
Made of clay and wattles
B
Made of stone
C
Made of bamboo
D
Made of leaves
উত্তরের বিবরণ
Yeats তার কল্পনায় একটি ছোট clay and wattles-এর কুঁড়েঘর বানাতে চান। এটি সরল জীবনের প্রতীক। মাটি ও ডালের ঘর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার ইঙ্গিত দেয়। কবি বুঝাতে চেয়েছেন, প্রকৃতির কাছাকাছি গিয়ে মানুষ আসল শান্তি খুঁজে পেতে পারে।

0
Updated: 10 hours ago
What does Yeats mean by "Too long a sacrifice" in "Easter 1916"?
Created: 2 days ago
A
The sacrifices made by the rebels were excessive
B
The Irish people have been struggling for too long
C
The martyrs of the rebellion are not fully appreciated
D
The poet’s own sacrifices for the cause
Yeats এখানে ইরিশ জনগণের দীর্ঘকালীন সংগ্রাম এবং অত্যাধিক ত্যাগ বোঝাচ্ছেন। দীর্ঘ সময় ধরে তারা তাদের স্বাধীনতা ও অধিকারকে রক্ষা করতে সংগ্রাম করেছে, এবং এই সংগ্রাম তাদের মধ্যে এক ধরনের ক্লান্তি এবং যন্ত্রণা সৃষ্টি করেছে।

1
Updated: 2 days ago
Which poet wrote The Second Coming?
Created: 1 month ago
A
William Butler Yeats
B
T. S. Eliot
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
How does peace come at Innisfree according to the poet?
Created: 2 days ago
A
Peace comes suddenly
B
Peace comes dropping slow
C
Peace comes violently
D
Peace comes with crowd
কবি বলেন শান্তি আসে “dropping slow” অর্থাৎ ধীরে ধীরে, নিঃশব্দে। এটি প্রকৃতির শান্ত গতি বোঝায় যেখানে সময় ধীর গতিতে প্রবাহিত হয়। শহুরে জীবনের কোলাহল থেকে ভিন্ন, Innisfree-এর শান্তি হলো দীর্ঘস্থায়ী এবং গভীর অনুভূতি। এই ধারণা কবিতায় Yeats-এর প্রকৃতির প্রতি আত্মিক আকর্ষণ প্রকাশ করে।

1
Updated: 2 days ago