Which two contrasting places are central in the poem “The Lake Isle of Innisfree”?
A
Innisfree and London city
B
Innisfree and Dublin
C
Innisfree and Paris
D
Innisfree and New York
উত্তরের বিবরণ
কবিতায় মূল বৈপরীত্য হলো Innisfree-এর শান্ত প্রকৃতি আর লন্ডনের কোলাহলপূর্ণ শহুরে জীবন। Yeats লন্ডনের ফুটপাথে দাঁড়িয়ে থেকেও Innisfree-এর লেকের শব্দ শুনতে পান। এটি শহুরে জীবনের যান্ত্রিকতার বিপরীতে প্রকৃতির আহ্বানকে প্রতীকায়িত করে। এই বৈপরীত্য পুরো কবিতার মূল ভিত্তি।

0
Updated: 10 hours ago
How does Yeats describe the “terrible beauty” in the poem "Easter 1916" ?
Created: 2 days ago
A
As a reflection of the political power of the Irish
B
As the beautiful result of rebellion despite the destruction
C
As the beauty of the martyrs
D
As the beauty of sacrifice without meaning
Yeats “terrible beauty” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, বিদ্রোহের পরিণতি একদিকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক, অন্যদিকে তা এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করেছে—যেমন স্বাধীনতার জন্য আত্মত্যাগের মাধ্যমে একটি মহান এবং চিরস্থায়ী মূল্য সৃষ্টি হয়েছে।

1
Updated: 2 days ago
What is the meaning of “the artifice of eternity” in "Sailing to Byzantium"?
Created: 2 days ago
A
A false representation of life
B
A creation of eternal beauty through art
C
The frailty of life
D
A philosophical concept
“The artifice of eternity” বলতে Yeats বোঝাতে চেয়েছেন যে, শিল্পের মাধ্যমে সৃষ্টি হয় চিরস্থায়ী সৌন্দর্য। Yeats শিল্পকে এমন কিছু হিসেবে চিত্রিত করেছেন যা সময়ের ধারায় পরিবর্তিত হয় না, বরং এটি চিরকাল বেঁচে থাকে। Byzantium-এ গিয়ে তিনি সেই অমর শিল্পের অংশ হতে চান।

0
Updated: 2 days ago
What does Yeats mean by "the stone of the dead" in "Easter 1916"?
Created: 2 days ago
A
The physical remnants of the rebellion
B
The sacrifice of the martyrs
C
The ongoing political struggle
D
The oppression of the Irish people
Yeats “the stone of the dead” দিয়ে শহীদদের আত্মত্যাগের কথা বোঝাচ্ছেন, যারা ইস্টার রাইজিংয়ের জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ, ধ্বংস এবং মৃত্যুর পরিপ্রেক্ষিতে, তাদের কবর যেন ইরিশ স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।

1
Updated: 2 days ago