বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
A
চীন
B
রাশিয়া
C
জার্মানি
D
দক্ষিণ কোরিয়া
উত্তরের বিবরণ
রাশিয়া বর্তমানে ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস-এর প্রতিরোধে প্রথম কার্যকর টিকা তৈরি করছে।
-
প্রকল্পের লক্ষ্য: বিশ্বে এইডসের জন্য প্রথম কার্যকর টিকা তৈরি করা
-
উন্নয়ন সংস্থা: গামালিয়া ন্যাশনাল সেন্টার, রাশিয়ার চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান
-
প্রক্রিয়া: টিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে
-
সম্ভাব্য বাজারজাতকরণ: সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে বাজারে আসার সম্ভাবনা
উল্লেখযোগ্য তথ্য:
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি
-
তারা করোনার প্রথম টিকা স্পুটনিক ৫ আবিষ্কার করেছিল
-
স্পুটনিক ৫-এর করোনা প্রতিরোধী সক্ষমতা ছিল ৯৭ শতাংশেরও বেশি
-
এই টিকা বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় ব্যবহৃত হয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই নতুন এইডস টিকা গ্লোবাল স্বাস্থ্য নিরাপত্তা এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিপ্লবী পরিবর্তন আনতে পারে।
0
Updated: 1 month ago
নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
রাশিয়া ও উত্তর কোরিয়া
C
চীন ও ভারত
D
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
পারমাণবিক অস্ত্রধারী দেশ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
-
২০২৫ সালের শুরুতে অনুমান করা হয় এই ৯টি দেশের হাতে মোট ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে
-
বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে আছে
-
এই দুই দেশ প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন বা সক্রিয় অবস্থায় রয়েছে
-
বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে
-
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১,৪১৯টি এবং রাশিয়া প্রায় ১,৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে
0
Updated: 1 month ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য ট্রাম্প ও পুতিন কোথায় বৈঠক করেছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
দোহা
B
আলাস্কা
C
শিকাগো
D
গ্রিনল্যান্ড
ট্রাম্প-পুতিন বৈঠক হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক আলোচনা, যা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে মনোযোগ কেন্দ্রীভূত করেছিল।
-
তারিখ ও স্থান: ১৫ আগস্ট, ২০২৫; Joint Base Elmendorf–Richardson, আংকারিজ, আলাস্কা, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
-
মূল উদ্দেশ্য: রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা
0
Updated: 1 month ago