পিপিআরসির গবেষণামতে, বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার কত? [সেপ্টেম্বর, ২০২৫]
A
৬.৩৫ শতাংশ
B
৭.৩৫ শতাংশ
C
৮.৩৫ শতাংশ
D
৯.৩৫ শতাংশ
উত্তরের বিবরণ
সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (PPRC) তাদের প্রতিবেদন ‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫’ প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং আয়-ব্যয়ের চিত্র বিশ্লেষণ করা হয়েছে।
-
দেশের দারিদ্র্যের হার: ২৭.৯৩ শতাংশ
-
তুলনা: ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুরোর প্রতিবেদনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি
-
অতি বা চরম দারিদ্র্যের হার: ২০২২ সালে ৫.৬ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ৯.৩৫ শতাংশ
-
প্রধান বিষয়: তিন বছরের মধ্যে দারিদ্র্য এবং অতি দারিদ্র্যের হার উভয়ই বৃদ্ধি পেয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই তথ্য থেকে বোঝা যায় যে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও নিম্ন আয়ের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনমানের ক্ষেত্রে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।
0
Updated: 1 month ago
'টাইগার লাইটনিং-২০২৫' কোন দুইটি দেশের যৌথ সামরিক মহড়া?
Created: 3 weeks ago
A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
B
বাংলাদেশ ও পাকিস্তান
C
বাংলাদেশ ও রাশিয়া
D
বাংলাদেশ ও চীন
‘টাইগার লাইটনিং-২০২৫’ হলো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ছয় দিনব্যাপী যৌথ সামরিক মহড়া। এই মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং ২৫-৩০ জুলাই, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
-
মহড়ার মূল লক্ষ্য: পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করা
-
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সহযোগিতা: আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা
-
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে
-
মহড়ায় অংশগ্রহণকারী সদস্য: যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ১০০ জন
0
Updated: 3 weeks ago
ফোর্বসের এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপ তালিকায় বাংলাদেশের কয়টি কোম্পানি স্থান পেয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
ফোর্বস ম্যাগাজিনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ১০০ স্টার্টআপ কোম্পানি তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি।
-
পাঠাও: রাইড শেয়ারিং কোম্পানি; কনজ্যুমার টেকনোলজি বা ভোক্তাপ্রযুক্তি শ্রেণিতে তালিকাভুক্ত
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
সিইও: ফাহিম আহমেদ
-
সেবা: রাইড শেয়ারিং, খাদ্য সরবরাহ, ই-কমার্স, লজিস্টিকস ও ফিনটেক
-
-
সম্ভব: চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক; ভোক্তাপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত
-
সেবা: দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজে দেওয়া
-
ফিচার: চাকরিপ্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি, আবেদন এবং অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন
-
অতিরিক্তভাবে বলা যায়, এই দুটি স্টার্টআপ বাংলাদেশের উদ্ভাবনী এবং প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।
0
Updated: 1 month ago
ব্যাডেন পাওয়েল কত সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন?
Created: 2 months ago
A
১৯০৫ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯২২ সালে
স্কাউট আন্দোলন (Scouting Movement / WOSM – World Organization of the Scout Movement):-
-
একটি বিশ্বব্যাপী যুব সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯০৭ সালে।
-
প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন-পাওয়েল।
-
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বর্তমান সদস্য: ১৭৪টি দেশ।
-
লক্ষ্য: ছেলে-মেয়ে উভয়কেই সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
🔹 উৎপত্তি ও বিস্তার:
-
১৯০৭ সালে ব্যাডেন-পাওয়েল ২০ জন বালককে নিয়ে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষামূলক ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন।
-
১৯১৬ সালে ১১ বছরের নিচের শিশুদের জন্য কাব স্কাউট চালু করা হয়।
-
১৯১৮ সালে ১৮ বছরের ঊর্ধ্ব যুবকদের জন্য রোভার স্কাউটিং শুরু হয়।
-
১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
-
১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্ব স্কাউট কমিটি।
উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
0
Updated: 2 months ago