জাপানে ‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
A
চীন
B
রাশিয়া
C
উত্তর কোরিয়া
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মধ্য-পরিসরের মিসাইল সিস্টেম, যা মূলত Typhon Mid-Range Capability (MRC) নামে পরিচিত।
-
পাল্লা: প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল)
-
সংস্করণ: দীর্ঘপাল্লার সংস্করণও তৈরি হচ্ছে
-
মহড়া: সেপ্টেম্বর মাসে টোকিওতে জাপান-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে
-
মোতায়েন: যুক্তরাষ্ট্রকে ‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে টোকিও; ক্ষেপণাস্ত্রগুলো হোনশু দ্বীপের ইওয়াকুনি শহরের মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হবে
-
আন্তর্জাতিক প্রতিক্রিয়া: রাশিয়া ও চীন টোকিওকে আলাদাভাবে সতর্ক করেছে
অতিরিক্তভাবে বলা যায়, এই মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অঞ্চলে সামরিক সমতা বজায় রাখাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে এবং এটি এশিয়ান নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

0
Updated: 10 hours ago
জাপানের আইনসভার নাম কী?
Created: 3 weeks ago
A
স্টোরটিং
B
C
ডায়েট
D
ফোকেটিং
জাপানের আইনসভা (ডায়েট)
-
জাপানের জাতীয় আইনসভা বা সংসদকে ‘ডায়েট’ বলা হয়।
-
এটি দুই কক্ষ বিশিষ্ট:
-
নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives)
-
উচ্চকক্ষ: হাউস অব কাউন্সিলরস (House of Councillors)
-
-
উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
-
সদস্য সংখ্যা:
-
প্রতিনিধি সভা: ৫১১
-
হাউস অব কাউন্সিলরস: ২৫২
-
-
মেয়াদ:
-
প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন
-
হাউস অব কাউন্সিলরস-এর সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন
-
অন্য দেশের সংসদ:
-
স্টোরটিং (Storting): নরওয়ের সংসদ
-
নেসেট (Knesset): ইসরায়েলের সংসদ
-
ফোকেটিং (Folketing): ডেনমার্কের সংসদ
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 weeks ago
এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ?
Created: 1 month ago
A
চীন
B
ভারত
C
জাপান
D
সিঙ্গাপুর
বিশ্বের উন্নত দেশ
-
বিশ্বের সবচেয়ে ধনী ও উন্নত দেশগুলো মিলে জি-৭ (G7) নামের একটি দল গঠন করেছে।
-
এই দলের মূল লক্ষ্য হলো: উন্নত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখা।
-
জি-৭ এর সদস্য ৭টি দেশ হলো:
-
জাপান
-
কানাডা
-
ফ্রান্স
-
জার্মানি
-
ইতালি
-
যুক্তরাজ্য
-
যুক্তরাষ্ট্র
-
-
এই ৭টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র সদস্য দেশ হলো জাপান।
অন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বিশ্বব্যাংক বলছে, যে দেশগুলোর প্রতি ব্যক্তির আয় (GNI) ১৪,০০৫ ডলারের বেশি, সেগুলোকে উচ্চ-আয়ের দেশ বলা হয়।
-
চীন এখনো এই তালিকায় পড়েনি, তবে আশা করা যায় ২০২৬ সালের মধ্যে চীন উচ্চ-আয়ের দেশে পরিণত হবে।
-
জাপান এরই মধ্যে এই মানদণ্ড পূরণ করেছে এবং প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার GDP নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
-
অপরদিকে, সিঙ্গাপুর একটি ছোট কিন্তু উন্নত দেশ, যার অবস্থান বিশ্বের ৩৬তম অর্থনীতির দেশ হিসেবে।
তাই দেখা যায়, জাপান ও সিঙ্গাপুর দুটোই উন্নত দেশ। তবে প্রশ্নে "বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট (G7)"–এর কথা থাকায় এবং সেখানে এশিয়ার একমাত্র সদস্য হওয়ায় ‘জাপান’–ই সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর।
তথ্যসূত্র: G7-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
Created: 3 weeks ago
A
জার্মান
B
রাশিয়া
C
জাপান
D
ইতালি
• পার্ল হারবার
-
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের পার্ল হারবার নৌঘাঁটিতে আকস্মিক আক্রমণ চালায়।
-
এই আক্রমণের অন্যতম কারণ ছিল— চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে জাপানের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা।
-
পার্ল হারবার আক্রমণকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা হিসেবে ধরা হয়।
-
আক্রমণের মাত্র কয়েকদিন পর হিটলার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, ফলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় সংঘাতেও জড়িয়ে পড়ে।
-
তবে, ডানকার্কের সিদ্ধান্তের মতো এখানেও হিটলারের যুক্তি স্পষ্ট ছিল না।
-
কারণ, সে সময়ে সোভিয়েত ইউনিয়নে জার্মানির অনিশ্চিত অবস্থা ছিল এবং পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানো খুব একটা যৌক্তিক ছিল না।
-
যাই হোক, এর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধক্ষেত্রে সরাসরি জড়িয়ে পড়ে।
উৎস: worldatlas.com ✅

0
Updated: 3 weeks ago