পিপিআরসির গবেষণামতে, বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার কত? [সেপ্টেম্বর, ২০২৫]
A
৬.৩৫ শতাংশ
B
৭.৩৫ শতাংশ
C
৮.৩৫ শতাংশ
D
৯.৩৫ শতাংশ
উত্তরের বিবরণ
সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (PPRC) তাদের প্রতিবেদন ‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫’ প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং আয়-ব্যয়ের চিত্র বিশ্লেষণ করা হয়েছে।
-
দেশের দারিদ্র্যের হার: ২৭.৯৩ শতাংশ
-
তুলনা: ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুরোর প্রতিবেদনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি
-
অতি বা চরম দারিদ্র্যের হার: ২০২২ সালে ৫.৬ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ৯.৩৫ শতাংশ
-
প্রধান বিষয়: তিন বছরের মধ্যে দারিদ্র্য এবং অতি দারিদ্র্যের হার উভয়ই বৃদ্ধি পেয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই তথ্য থেকে বোঝা যায় যে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও নিম্ন আয়ের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনমানের ক্ষেত্রে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।

0
Updated: 10 hours ago
বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কী নির্ধারণ করা হয়েছে?
Created: 10 hours ago
A
প্রিজন সার্ভিস বাংলাদেশ
B
রিহ্যাব সার্ভিস বাংলাদেশ
C
কারেকশন সার্ভিস বাংলাদেশ
D
কারেকশনাল জাস্টিস বাংলাদেশ
বাংলাদেশ সরকার বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে।
-
উদ্দেশ্য: কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা
-
আইনি প্রস্তুতি: আইনকানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে
-
সেবার মান উন্নয়ন: বন্দিদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই পদক্ষেপ কারাগারের পরিবেশ উন্নয়ন, বন্দিদের পুনর্বাসন ও মানবিক সেবার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0
Updated: 10 hours ago
ব্যাডেন পাওয়েল কত সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন?
Created: 2 weeks ago
A
১৯০৫ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯২২ সালে
স্কাউট আন্দোলন (Scouting Movement / WOSM – World Organization of the Scout Movement):-
-
একটি বিশ্বব্যাপী যুব সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯০৭ সালে।
-
প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন-পাওয়েল।
-
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বর্তমান সদস্য: ১৭৪টি দেশ।
-
লক্ষ্য: ছেলে-মেয়ে উভয়কেই সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
🔹 উৎপত্তি ও বিস্তার:
-
১৯০৭ সালে ব্যাডেন-পাওয়েল ২০ জন বালককে নিয়ে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষামূলক ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন।
-
১৯১৬ সালে ১১ বছরের নিচের শিশুদের জন্য কাব স্কাউট চালু করা হয়।
-
১৯১৮ সালে ১৮ বছরের ঊর্ধ্ব যুবকদের জন্য রোভার স্কাউটিং শুরু হয়।
-
১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
-
১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্ব স্কাউট কমিটি।
উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
বর্তমানে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের কাঁচাপাট রপ্তানি হচ্ছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 10 hours ago
A
৮টি
B
১০টি
C
১২টি
D
১৬টি
বাংলাদেশের কাঁচাপাট বর্তমানে বিশ্বের ১২টি দেশে রপ্তানি হচ্ছে।
-
প্রধান রপ্তানি দেশসমূহ: ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিল, যুক্তরাজ্য, ভিয়েতনাম, তিউনেশিয়া, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড
-
সর্বোচ্চ রপ্তানি: ২০২৪-২৫ অর্থবছরে ভারতে সবচেয়ে বেশি কাঁচাপাট রপ্তানি হয়েছে
-
রপ্তানি পোর্ট ও বন্দর: চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দর
-
পরিমাণ ও মূল্য: ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার ৫৬৯ বেল কাঁচাপাট, যার মূল্য ১ হাজার ৯৭ কোটি ২৭ লাখ টাকা
অতিরিক্তভাবে বলা যায়, কাঁচাপাটের এই রপ্তানি বাংলাদেশের কৃষি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বৈদেশিক আয় উৎস হিসেবে কাজ করছে।

0
Updated: 10 hours ago