সম্প্রতি, এশিয়ার কোন দেশের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
মিয়ানমার
B
থাইল্যান্ড
C
শ্রীলংকা
D
নেপাল
উত্তরের বিবরণ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পদচ্যুত করেছেন দেশের সাংবিধানিক আদালত।
-
আদালতের রায়: ৬-৩ ভোটে পেতংতার্নকে পদচ্যুত করার সিদ্ধান্ত
-
অভিযোগের প্রেক্ষাপট: গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্নকে নৈতিকতা লঙ্ঘন করতে দেখা যায়
-
ফোনালাপের বিষয়: তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে শোনা গিয়েছিলেন, যা সেই সময় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের উপক্রম হওয়ার প্রেক্ষাপটে হয়েছিল
-
ঐতিহাসিক তথ্য: পেতংতার্ন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন
-
প্রসঙ্গ: ২০০৮ সালের পর তিনি আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী
অতিরিক্তভাবে বলা যায়, এই ঘটনা থাইল্যান্ডের রাজনীতিতে নৈতিকতা ও রাষ্ট্রীয় স্বচ্ছতার গুরুত্বকে আবারও সামনে এনেছে।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি কোয়াডের অন্তর্ভুক্ত নয়? (আগস্ট-২০২৫)
Created: 3 weeks ago
A
জাপান
B
যুক্তরাষ্ট্র
C
অস্ট্রেলিয়া
D
থাইল্যান্ড
কোয়াড (Quad) হলো একটি অনানুষ্ঠানিক চতুর্পক্ষীয় কৌশলগত নিরাপত্তা ফোরাম, যা মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে নিরাপদ নৌপথ নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত।
-
কোয়াডের সদস্য দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, এবং ভারত।
-
এটি প্রথম গঠিত হয় ২০০৭ সালে, কিন্তু দীর্ঘ সময় কোনো কার্যক্রম নেই।
-
১২ নভেম্বর, ২০১৭ সালে একটি বৈঠকের মাধ্যমে কোয়াড আবার সক্রিয় হয়।
-
সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ২০২১, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে।
-
মূল উদ্দেশ্য হলো এই চার দেশ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে নৌপথে অবাধ চলাচল ও স্বাধীন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
0
Updated: 3 weeks ago
ECOSOC-এর অধীন আঞ্চলিক কমিশন ESCAP-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
সাংহাই, চীন
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
D
ব্যাংকক, থাইল্যান্ড
ESCAP (UN Economic and Social Commission for Asia and the Pacific) হলো জাতিসংঘের আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশন, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন উৎসাহিত করে।
-
পূর্ণরূপ: UN Economic and Social Commission for Asia and the Pacific
-
প্রতিষ্ঠিত হয়: ২৮ মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: সাংহাই, চীন
-
সদরদপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড
-
বর্তমান সদস্য: ৫৩টি দেশ, সহযোগী সদস্য: ৯টি
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC)-এর অধীনে আঞ্চলিক কমিশনসমূহ:
১) United Nations Economic Commission for Europe (ECE) – সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
২) United Nations Economic Commission for Africa (ECA) – সদরদপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC) – সদরদপ্তর: সান্টিয়াগো, চিলি
৪) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) – সদরদপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA) – সদরদপ্তর: বৈরুত, লেবানন
0
Updated: 3 weeks ago
’সাদা হাতির দেশ’ বলা হয়-
Created: 2 months ago
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
বাহারাইন
ভৌগলিক উপনাম ও তাদের দেশসমূহ
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
সাদা হাতি থাইল্যান্ডে পবিত্র, রাজকীয় ও সৌভাগ্যের প্রতীক।
ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
লিলি ফুলের দেশ: কানাডা
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
সিল্ক রুটের দেশ: ইরান
মার্বেলের দেশ: ইতালি
উৎস: Britannica
0
Updated: 2 months ago