In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Alec’s death at the hands of Tess ironic?
A
He becomes a saint before dying
B
He had just regained power over Tess
C
He forgave Tess
D
He planned to marry Angel
উত্তরের বিবরণ
Alec আবার টেসকে নিজের জীবনে টেনে এনেছিল এবং পরিবারকে সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই টেস তাকে হত্যা করে। এই মৃত্যু ব্যঙ্গাত্মক, কারণ Alec ভেবেছিল সে আবারও জয়ী হয়েছে। Hardy Alec-এর মৃত্যুর মাধ্যমে দেখিয়েছেন, ভণ্ডামি আর লালসার অবসান কেবল হঠাৎ করেই হয়। এটি টেসের হতাশার প্রতিশোধও বটে।
0
Updated: 1 month ago
Why is Tess compared to sacrificial figures at the end?
Created: 1 month ago
A
She kills herself
B
She surrenders at Stonehenge like a sacrifice
C
She becomes a nun
D
She burns Alec’s house
Stonehenge-এ টেস শুয়ে পড়ে এবং নিজেকে বলিদানের পশুর সঙ্গে তুলনা করে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন টেসের ট্র্যাজিক নিয়তিকে তুলে ধরতে। Stonehenge প্রাচীন ধর্মীয় বলিদানের স্থান, যেখানে মানুষ দেবতার কাছে উৎসর্গ হতো। টেসও এক প্রকার বলিদান—সমাজ, পুরুষতন্ত্র এবং fate-এর কাছে। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যেখানে নির্দোষ মানুষ fate-এর কাছে হেরে যায়।
0
Updated: 1 month ago
Who is Alec d’Urberville?
Created: 1 month ago
A
Tess’s husband
B
Tess’s cousin
C
The man who seduces Tess
D
Angel’s brother
Alec d’Urberville উপন্যাসের অন্যতম খল চরিত্র। তিনি ধনী Stoke-d’Urberville পরিবারের ছেলে। প্রকৃতপক্ষে তারা আসল d’Urberville নয়, কেবল নাম কিনে নিয়েছিল। Alec অহংকারী, ভোগবিলাসী এবং লালসাপূর্ণ মানুষ। সে টেসকে প্রতারণা করে এবং তার জীবনে ধ্বংস ডেকে আনে। Alec-এর মাধ্যমে Hardy ভিক্টোরিয়ান সমাজের পুরুষতান্ত্রিক ক্ষমতা ও নারীর উপর অত্যাচারের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।
Alec কেবল টেসের ব্যক্তিগত ট্র্যাজেডির কারণ নয়, বরং নারীর অসহায় অবস্থার প্রতীক। উপন্যাসের শেষ দিকে টেস Alec-কে হত্যা করে, যা তার প্রতিশোধ ও হতাশার প্রকাশ। Alec চরিত্রটি তাই সমাজের ভণ্ডামি, লালসা এবং ভোগবাদিতার প্রতীক হিসেবে সাহিত্য ইতিহাসে স্থান করে নিয়েছে।
0
Updated: 1 month ago
What is the narrative style of Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
First-person narrative
B
Third-person omniscient with authorial commentary
C
Diary entries of Tess
D
Epistolary novel
Hardy উপন্যাসটি লিখেছেন third-person omniscient ভঙ্গিতে। অর্থাৎ বর্ণনাকারী সব চরিত্রের মনের কথা জানেন এবং গল্প বলার সময় মাঝে মাঝে নিজস্ব মন্তব্যও করেন। এই "authorial commentary" উপন্যাসটিকে আলাদা মাত্রা দিয়েছে। Hardy প্রায়ই গল্পের মাঝখানে থেমে সমাজ, ধর্ম, নিয়তি এবং নৈতিকতা নিয়ে নিজের মতামত দিয়েছেন।
উদাহরণস্বরূপ, উপন্যাসের শেষে তিনি বলেন, “Justice was done, and the President of the Immortals had ended his sport with Tess.” এটি সরাসরি লেখকের কণ্ঠস্বর। এই narrative style-এর মাধ্যমে Hardy কেবল গল্প বলেননি, বরং সমাজ সমালোচনা করেছেন এবং নিজের দর্শন তুলে ধরেছেন। ফলে উপন্যাসটি শুধু প্লট নয়, বরং একটি গভীর সামাজিক ও দার্শনিক রচনা হয়ে উঠেছে।
1
Updated: 1 month ago