In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why does the author frequently use blood imagery?
A
To foreshadow violence and suffering in Tess’s life
B
To celebrate fertility
C
To praise nobility
D
To show religion
উত্তরের বিবরণ
Hardy বারবার “blood” চিত্র ব্যবহার করেছেন। Prince-এর রক্ত, মাটিতে পড়া রক্ত, টেসের পরিশ্রমে রক্তাক্ত হাত—সবই প্রতীকী। এগুলো টেসের জীবনের আসন্ন ট্র্যাজেডির পূর্বাভাস। রক্ত এখানে কেবল শারীরিক নয়, বরং জীবনের যন্ত্রণা ও নিয়তির প্রতীক। Hardy এই imagery দিয়ে উপন্যাসের গাঢ় ট্র্যাজিক আবহ তৈরি করেছেন।
0
Updated: 1 month ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 month ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
What is Hardy’s main criticism in the novel?
Created: 1 month ago
A
Industrial growth
B
Victorian morality and injustice against women
C
Lack of education
D
Political corruption
Hardy উপন্যাসে দেখিয়েছেন, কিভাবে Victorian সমাজ নারীদের প্রতি নিষ্ঠুর ও ভণ্ডামীপূর্ণ ছিল। পুরুষদের পাপ সহজে ক্ষমা করা হতো, কিন্তু নারীরা সারা জীবনের জন্য কলঙ্কিত হতো।
টেস কোনো দোষ না করেও "fallen woman" হিসেবে চিহ্নিত হয়। Hardy এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বার্তা স্পষ্ট — প্রকৃত পবিত্রতা অন্তরের, শরীরের নয়।
0
Updated: 1 month ago
Why is Tess’s life often called a “tragedy of fate”?
Created: 1 month ago
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
টেস কোনো দোষ না করেও ধ্বংস হয়। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Alec-এর পুনরাগমন—সবই কাকতালীয়ভাবে ঘটে। কিন্তু প্রতিটি ঘটনা তার জীবনকে আরও অন্ধকারে ঠেলে দেয়। Hardy বিশ্বাস করতেন যে মানুষের নিয়তি অদৃশ্য শক্তির হাতে বাঁধা। তাই টেসের ট্র্যাজেডি কেবল ব্যক্তিগত নয়, বরং সার্বজনীন মানবিক ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago