What is Hardy’s critique of social class in the novel?
A
It helps Tess
B
It destroys innocent lives
C
It protects women
D
It has no role
উত্তরের বিবরণ
Hardy উপন্যাসে দেখিয়েছেন, শ্রেণিবিভাজন মানুষের জীবনকে ধ্বংস করে। Durbeyfield পরিবার গরিব হলেও তারা অভিজাত বংশ দাবি করে। এই ভ্রান্ত গৌরব টেসকে Alec-এর কাছে পাঠায়।
Angel Clare টেসকে প্রথমে মেনে নিলেও, তার পরিবার শ্রেণিগত কারণে টেসকে প্রত্যাখ্যান করে। Hardy এখানে শ্রেণি ব্যবস্থার ভণ্ডামি আর নিষ্ঠুরতাকে সমালোচনা করেছেন।
0
Updated: 1 month ago
Why does Tess finally agree to live with Alec again after Angel leaves?
Created: 1 month ago
A
She loves Alec
B
She wants to save her starving family
C
She is forced by law
D
She wants revenge
Angel Clare ব্রাজিলে চলে গেলে টেসের পরিবার চরম দারিদ্র্যে পড়ে। টেসের বাবা মারা যায় এবং মা ও ভাইবোনেরা অনাহারে থাকে। এই অবস্থায় Alec আবার আসে টেসের জীবনে এবং সাহায্যের প্রস্তাব দেয়। বাধ্য হয়ে টেস পরিবারকে বাঁচাতে Alec-এর সাথে থাকতে রাজি হয়।
Hardy এখানে নারীর সামাজিক অসহায়তাকে দেখিয়েছেন। একজন নারী পরিবার রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করতে বাধ্য হয়েছিল। এটি Victorian সমাজের নির্মমতা ও পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রতীক।
0
Updated: 1 month ago
Which single theme most integratively explains Tess’s arc across Marlott → Trantridge → Talbothays → Flintcomb-Ash → Stonehenge?
Created: 1 month ago
A
Social mobility as success
B
Education as liberation
C
Innocence crushed by fate and patriarchal society
D
Colonial ambition
মারলটের নিষ্পাপ শৈশব থেকে ট্র্যান্টরিজের প্রতারণা, ট্যালবথেইসের প্রেম-আশা, ফ্লিন্টকম্ব-অ্যাশের যন্ত্র-শ্রম, এবং স্টোনহেঞ্জের বলিদান—এই ধারাবাহিকতায় একটি সুতো সবচেয়ে স্পষ্ট: নিষ্পাপতা ক্রমাগত পিষে যাচ্ছে নিয়তি ও পুরুষতান্ত্রিক সামাজিক গঠনে। টেস নিজের নৈতিক সততায় অবিচল; কিন্তু নাম-গৌরবের ভ্রান্তি (ডার্বিফিল্ড), ‘নকল’ অভিজাতের শোষণ (স্টোক-ডি’আর্বারভিল), দ্বৈতমানদণ্ডে বাঁধা প্রেম (অ্যাঞ্জেল), এবং শিল্প-সমাজের কঠোরতা (ফ্লিন্টকম্ব-অ্যাশ)—সব মিলিয়ে তাকে কোণঠাসা করে। স্টোনহেঞ্জে তার আত্মসমর্পণ কোনো ব্যক্তিগত ব্যর্থতার নয়; বরং কাঠামোগত শক্তির সামনে ব্যক্তির নীরব পরাজয়।
হার্ডির বার্তা তাই দ্বিস্তর: নিয়তি-নিরপেক্ষ জগত মানব-আকাঙ্ক্ষাকে পাত্তা দেয় না, আর পুরুষতান্ত্রিক নৈতিকতা নারী-জীবনকে অন্যায্যভাবে বিচার করে। টেস এই দুই চাকার ফাঁকে পিষ্ট মানবতার প্রতীক।
0
Updated: 1 month ago
Which of the following books is written by Thomas Hardy?
Created: 2 months ago
A
Vanity Fair
B
The Return of the Native
C
Pride and Prejudice
D
Oliver Twist
The Return of the Native
-
The Return of the Native ভিক্টোরিয়ান যুগের অন্যতম জনপ্রিয় উপন্যাস, যার লেখক Thomas Hardy।
-
এর মূল চরিত্র Clym Yeobright, যিনি আগে প্যারিসে স্বর্ণকারের কাজ করতেন। পরে নিজের জন্মভূমি Wessex-এ ফিরে এসে শিক্ষকতা শুরু করেন।
-
Clym চান তার কাজিন Thomasin এবং তার স্বামীকে নিয়ে গ্রামীণ জীবনযাপন করতে।
-
কিন্তু সমস্যার শুরু হয় যখন Clym-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী দুজনেই শহুরে জীবনের উত্তেজনা উপভোগ করতে চায়।
-
অবশেষে তারা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, যা উপন্যাসের ট্র্যাজিক পরিণতি তৈরি করে।
Thomas Hardy
-
Thomas Hardy (1840–1928) একজন ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
-
তাকে প্রায়ই বলা হয় “Regional Novelist and Poet” কারণ তার সাহিত্যকর্মগুলো মূলত একটি নির্দিষ্ট অঞ্চল Wessex-কেন্দ্রিক।
-
একই সঙ্গে তাকে অনেকে Pessimistic Novelist হিসেবেও উল্লেখ করেন, কারণ তার রচনায় জীবনের দুর্ভাগ্য ও নিয়তির নির্মমতা স্পষ্টভাবে ফুটে ওঠে।
-
Hardy উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও কবিতাও লিখেছেন। তার উপন্যাসগুলো ভিক্টোরিয়ান যুগে লেখা হলেও, তার কবিতা আধুনিক ইংরেজি সাহিত্যের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত বহন করে।
Thomas Hardy-এর উল্লেখযোগ্য উপন্যাস
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
অন্য লেখকদের বিখ্যাত উপন্যাস
-
Vanity Fair → William Makepeace Thackeray
-
Pride and Prejudice → Jane Austen
-
Oliver Twist → Charles Dickens
Source: Britannica.com
0
Updated: 2 months ago