কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্র:
কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার, যা ঢাকা থেকে সাভারে অবস্থিত, একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে উন্নত জাতের ষাঁড়ের উন্নয়ন alongside পশুখাদ্য সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
সূত্র: কেন্দ্রীয় গো-প্রজনন খামার ওয়েবসাইট।