“Why is Tess executed at the end of Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles?”
A
For murdering Alec
B
For betraying Angel
C
For burning a church
D
For stealing land
উত্তরের বিবরণ
Alec বারবার টেসের জীবন নষ্ট করেছে। শেষে টেস রাগ, হতাশা ও ভালোবাসার টানে Alec-কে হত্যা করে। এই কাজের জন্য আইন তাকে মৃত্যুদণ্ড দেয়। Hardy এখানে Victorian আইন ব্যবস্থার নিষ্ঠুরতাকে দেখিয়েছেন।
Alec একজন প্রতারক ও ভণ্ড হলেও সমাজ তাকে শাস্তি দেয়নি, বরং টেসকেই শাস্তি দিল। এটি অন্যায়ের চরম উদাহরণ। টেসের মৃত্যু তাই শুধু অপরাধের ফল নয়, বরং সমাজের দ্বিচারিতা ও fate-এর প্রতীক।
0
Updated: 1 month ago
What is the irony of Angel’s love for Tess?
Created: 1 month ago
A
He loves her ideals, not her reality
B
He never really loves her
C
He loves Alec too
D
He marries Mercy Chant
Angel Clare টেসকে ভালোবাসলেও সে টেসকে একজন বাস্তব নারী হিসেবে মেনে নিতে পারেনি। বরং তাকে ideal বা দেবীর মতো ভেবেছিল। যখন টেস তার অতীত স্বীকার করে, Angel তাকে ছেড়ে যায়। Hardy দেখিয়েছেন, আদর্শবাদী ভালোবাসা বাস্তবে টেকসই হয় না। এটি টেসের জীবনের বড় ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago
Which single scene most nakedly dramatizes Tess’s constrained agency under patriarchal economy?
Created: 1 month ago
A
May-Day dance
B
Joan sending Tess to claim kinship at Trantridge
C
Mr. Crick’s storytelling at the dairy
D
Angel’s harp recital
প্রিন্সের মৃত্যুর পর দরিদ্রতায় টালমাটাল পরিবার; এই অবস্থায় জোয়ান মেয়ে টেসকে ‘আত্মীয়তা দাবি’ করতে ট্র্যান্টরিজে পাঠান। সিদ্ধান্তটি টেসের নয়—পরিবার-অর্থনীতি, নাম-গৌরবের মোহ, সামাজিক ক্যালকুলেশন—সব মিলিয়ে মেয়েটি ‘বার্গেনিং চিপ’।
পিতৃতান্ত্রিক অর্থব্যবস্থায় নারীর শরীর/শ্রম—উদ্ধারের উপায়; ফলত টেসের ‘এজেন্সি’ ক্ষয়প্রাপ্ত। হার্ডি দেখান, টেসের নৈতিক সততা থাকলেও কাঠামোগত বাধ্যবাধকতা তাকে অ্যালেকের বলয়ে টেনে নেয়—এটাই পরবর্তী ধ্বংসের সূত্রপাত।
0
Updated: 1 month ago
Who is Mercy Chant in the novel?
Created: 1 month ago
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago