Why is Angel’s idealization of Tess problematic?
A
He sees her as a goddess, not a human being
B
He thinks she is ugly
C
He wants her to be rich
D
He forces her to be religious
উত্তরের বিবরণ
Angel Clare টেসকে সবসময় “pure woman” বা দেবীর মতো ভেবেছিল। কিন্তু বাস্তবে টেস ছিল একজন সাধারণ মানুষ, যার জীবনে কষ্ট আর ভুল আছে। Angel-এর এই idealization সমস্যাজনক কারণ সে টেসকে বাস্তব মানুষ হিসেবে মেনে নিতে পারেনি।
ফলে টেস যখন তার অতীত জানায়, Angel ভেঙে পড়ে এবং তাকে ছেড়ে যায়। Hardy এখানে দেখিয়েছেন, অতিরিক্ত আদর্শবাদ বাস্তব জীবনে ধ্বংস ডেকে আনে।
0
Updated: 1 month ago
The character 'Lucie Manette' appears in-
Created: 1 month ago
A
Mrs. Dalloway
B
A Tale of Two Cities
C
David Copperfield
D
Nineteen Eighty-Fou
The character Lucie Manette appears in A Tale of Two Cities.
• A Tale of Two Cities
-
এটি Charles Dickens লিখিত একটি novel।
-
গল্পের কাহিনি London এবং Paris দুই শহরের চারপাশে ঘুরে।
-
উপন্যাসটি ফরাসী বিপ্লবের প্রেক্ষাপটে রচিত।
-
কাহিনির শুরুতে দেখা যায় Lucie Manette বিস্ময়ে ফেটে পড়ে যখন জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসে।
-
পথিমধ্যে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে। Darnay ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
পরবর্তীতে Sydney Carton নামক পারিবারিক বন্ধু Lucie Manette-এর প্রেমে পড়ে।
• Main characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
• Charles Dickens (1812-1870)
-
Victorian period-এর একজন প্রধান লেখক।
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদির জন্য।
• Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
Hard Times
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
Source: Britannica
0
Updated: 1 month ago
In 1859, who translated The Rubaiyat of Omar Khayyam from Persian into English?
Created: 4 weeks ago
A
Edward Fitzgerald
B
Frederick Nietzsche
C
Gustave Flaubert
D
Robert Gissing
১৮৫৯ সালে পারস্য ভাষার প্রখ্যাত কবি ও দার্শনিক ওমার খয়্যামের কাব্যগ্রন্থ “The Rubaiyat” ইংরেজিতে অনুবাদ করেন এডওয়ার্ড ফিটজজেরাল্ড (Edward Fitzgerald)। ফিটজজেরাল্ডের অনুবাদ কেবল ভাষার অনুবাদ নয়; তিনি মূল কাব্যের ভাবনাকে ইংরেজি পাঠকের কাছে সহজ ও সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। রুবাইয়াত মূলত জীবন, সময়, মৃত্যু এবং মানবিক অনুভূতির দর্শন নিয়ে লেখা। ফিটজজেরাল্ডের অনুবাদে এই দার্শনিক চিন্তাভাবনাগুলো ইংরেজি পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছায় এবং কবিতার মাধুর্যও বজায় থাকে। অনুবাদটি প্রকাশিত হওয়ার পরই পশ্চিমা সাহিত্যে ও দর্শনে ব্যাপক প্রভাব ফেলে।
-
The Rubaiyat of Omar Khayyam:
-
রচনা ও অনুবাদ: Edward Fitzgerald
-
প্রথম প্রকাশ: ১৮৫৯
-
উৎস: পারস্য কবি ও জ্যোতির্বিজ্ঞানী Omar Khayyam
-
বিষয়বস্তু: জীবন, সময়, মৃত্যু, মানবিক অনুভূতি ও দার্শনিক চিন্তা
-
এটি শুধুমাত্র অনুবাদ নয়, বরং মূল কাব্যের ভাবনাকে সহজভাবে উপস্থাপন করা একটি সাহিত্যকর্ম
-
ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক এবং প্রায়ই উদ্ধৃত হওয়া লিরিক কবিতাগুলোর মধ্যে অন্যতম
-
-
Edward Fitzgerald (1809-1883):
-
জন্ম: 31 March, 1809, England
-
শিক্ষা: Trinity College, Cambridge
-
William Makepeace Thackeray-এর সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে ক্যামব্রিজে শিক্ষাজীবনে
-
বিখ্যাত রচনা: The Rubáiyát of Omar Khayyám
-
-
Significance:
-
ফিটজজেরাল্ডের অনুবাদ পশ্চিমা সাহিত্যে ও দর্শনে Omar Khayyam-এর চিন্তাধারাকে পরিচিতি দেয়
-
কবিতার জনপ্রিয় লাইনগুলো ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত হয়ে যায়
-
The Rubaiyat is recognized as one of the most frequently quoted lyric poems in English literature
-
0
Updated: 4 weeks ago
Why is Tess compared to sacrificial figures at the end?
Created: 1 month ago
A
She kills herself
B
She surrenders at Stonehenge like a sacrifice
C
She becomes a nun
D
She burns Alec’s house
Stonehenge-এ টেস শুয়ে পড়ে এবং নিজেকে বলিদানের পশুর সঙ্গে তুলনা করে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন টেসের ট্র্যাজিক নিয়তিকে তুলে ধরতে। Stonehenge প্রাচীন ধর্মীয় বলিদানের স্থান, যেখানে মানুষ দেবতার কাছে উৎসর্গ হতো। টেসও এক প্রকার বলিদান—সমাজ, পুরুষতন্ত্র এবং fate-এর কাছে। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যেখানে নির্দোষ মানুষ fate-এর কাছে হেরে যায়।
0
Updated: 1 month ago