"In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Flintcomb-Ash described as bleak and industrial?"
A
To show progress
B
To symbolize Tess’s suffering and dehumanization
C
To highlight Alec’s wealth
D
To show Angel’s return
উত্তরের বিবরণ
Flintcomb-Ash Hardy বর্ণনা করেছেন এক কঠিন, শীতল, যান্ত্রিক পরিবেশ হিসেবে। এখানে টেসকে যন্ত্রের সঙ্গে কাজ করতে হয়, যা তাকে প্রায় আঘাত করে। এই বর্ণনা গ্রামীণ জীবনের মানবিক সৌন্দর্য হারিয়ে যাওয়া এবং শিল্পায়নের কষ্টকর দিককে তুলে ধরে। Flintcomb-Ash হলো টেসের দুঃখ ও অসহায়তার প্রতীক।

0
Updated: 10 hours ago
Why does Tess finally agree to live with Alec again after Angel leaves?
Created: 11 hours ago
A
She loves Alec
B
She wants to save her starving family
C
She is forced by law
D
She wants revenge
Angel Clare ব্রাজিলে চলে গেলে টেসের পরিবার চরম দারিদ্র্যে পড়ে। টেসের বাবা মারা যায় এবং মা ও ভাইবোনেরা অনাহারে থাকে। এই অবস্থায় Alec আবার আসে টেসের জীবনে এবং সাহায্যের প্রস্তাব দেয়। বাধ্য হয়ে টেস পরিবারকে বাঁচাতে Alec-এর সাথে থাকতে রাজি হয়।
Hardy এখানে নারীর সামাজিক অসহায়তাকে দেখিয়েছেন। একজন নারী পরিবার রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করতে বাধ্য হয়েছিল। এটি Victorian সমাজের নির্মমতা ও পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রতীক।

0
Updated: 11 hours ago
Why is the Stoke-d’Urberville family considered an impostor line?
Created: 11 hours ago
A
They are ancient monks
B
They truly descend from Norman knights
C
They bought/assumed the d’Urberville name to appear noble
D
They were adopted by the Durbeyfields
স্টোক-ডি’আর্বারভিল পরিবারটি প্রকৃত d’Urberville নয়—এটাই উপন্যাসের এক তাৎপর্যপূর্ণ সামাজিক ব্যঙ্গ। এরা ধনী হলেও বংশগত অভিজাত নয়; বরং সম্পদ ও প্রতিচ্ছবি ব্যবহার করে ‘d’Urberville’ নামটি ‘অর্জন’ করেছে, যাতে নিজেদের মর্যাদা বাড়াতে পারে।
হার্ডি এখানে ভিক্টোরিয়ান সমাজের ভণ্ডামি, নাম-গৌরবের মোহ, এবং শ্রেণিগত অভিনয়কে উন্মোচন করেন। বিদ্রূপ হল—গরিব কিন্তু প্রকৃত উত্তরসূরি ডার্বিফিল্ডরা (টেসের পরিবার) টিকে থাকতে পারছে না; বিপরীতে ‘নকল’ নামধারীরা ক্ষমতা ও প্রভাব বিস্তার করছে।
এই বৈপরীত্য টেসের বিপর্যয়ের পথও প্রশস্ত করে: ভ্রান্ত আত্মীয়তার আশা নিয়ে ট্র্যান্টরিজে পাঠানো, অ্যালেকের শোষণ, এবং সামাজিক ‘নামের’ খোলসে অসত্যের জয়—সব মিলিয়ে হার্ডি দেখান, সমাজে ‘নাম’ ও ‘ধন’ কিভাবে ন্যায়-অন্যায়কে আড়াল করে। ফলে স্টোক-ডি’আর্বারভিলদের ‘ইমপোস্টার’ পরিচয় শুধু চরিত্রগত নয়, উপন্যাসের শ্রেণি-সমালোচনার মেরুদণ্ড।

0
Updated: 11 hours ago
What is the symbolic role of nature in the novel?
Created: 11 hours ago
A
It supports Tess’s freedom
B
It mirrors Tess’s joys and sorrows
C
It symbolizes only wealth
D
It is irrelevant
Hardy nature-কে শুধু পটভূমি হিসেবে ব্যবহার করেননি, বরং চরিত্রের অনুভূতি প্রকাশের মাধ্যম করেছেন। Talbothays-এর সবুজ প্রকৃতি টেসের প্রেম ও সুখের প্রতীক।
আর Flintcomb-Ash-এর কঠিন আবহাওয়া তার দুঃখ ও সংগ্রামের প্রতীক। এভাবে প্রকৃতি টেসের আবেগ ও জীবনের উত্থান-পতনের সাথে যুক্ত। এটি Hardy-এর pathetic fallacy ব্যবহারের উদাহরণ।

0
Updated: 11 hours ago