What does Tess symbolize in Hardy’s vision?
A
Victory of women
B
Victim of fate and society
C
Religious faith
D
Industrial progress
উত্তরের বিবরণ
টেস কেবল একজন চরিত্র নয়, বরং এক প্রতীক। সে নারীর অসহায়তা, সমাজের দ্বিচারিতা আর নিয়তির নিষ্ঠুরতার প্রতীক। Alec-এর প্রতারণা, Angel-এর পরিত্যাগ, চার্চের অবহেলা—সব মিলিয়ে টেস মানবজীবনের ট্র্যাজিক সত্যকে তুলে ধরে। Hardy টেসকে ব্যবহার করেছেন সমাজ সমালোচনা ও মানবিক দর্শনের প্রতীক হিসেবে।
0
Updated: 1 month ago
Where do Tess and Angel spend their last days together?
Created: 1 month ago
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।
0
Updated: 1 month ago
Why is Alec called the “black flag” in the novel?
Created: 1 month ago
A
He always wears black
B
He symbolizes death, lust, and destruction
C
He is a priest
D
He is Angel’s enemy
Alec d’Urberville উপন্যাসে “black flag” নামে উল্লেখিত হয়েছে। কালো পতাকা মানে মৃত্যু, সর্বনাশ আর বিপদের প্রতীক। Alec টেসের জীবনে তেমনই এক বিপদ। সে টেসকে প্রতারণা করে, সমাজে কলঙ্কিত করে এবং আবারও তার জীবনে ফিরে এসে পরিবারকে প্রলুব্ধ করে। Hardy Alec-কে কেবল একজন খলনায়ক নয়, বরং এক প্রতীক বানিয়েছেন—যা সমাজের পুরুষতান্ত্রিক দমননীতির প্রতিচ্ছবি। Alec তাই টেসের জীবনের ধ্বংসের কালো পতাকা।
1
Updated: 1 month ago
What does the death of Tess’s baby Sorrow symbolize?
Created: 1 month ago
A
Hope for Tess’s future
B
Loss of innocence and society’s cruelty
C
Angel’s forgiveness
D
Victory over Alec
Sorrow ছিল টেসের প্রথম সন্তান, যার জন্ম হয়েছিল Alec d’Urberville-এর প্রতারণার ফলস্বরূপ। শিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়ে এবং অল্প দিনেই মারা যায়। চার্চ তাকে বৈধ সন্তান হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে, তাই টেস নিজেই তাকে বাপ্তিস্ম দেয়। এই দৃশ্যটি Hardy অত্যন্ত করুণভাবে বর্ণনা করেছেন।
Sorrow-এর মৃত্যু টেসের জীবনে নিষ্পাপতার হারানো আর সমাজের নিষ্ঠুরতাকে প্রতিফলিত করে। শিশু কোনো পাপ করেনি, তবুও সমাজ তাকে প্রত্যাখ্যান করেছে। এই মৃত্যু দেখায় যে Victorian সমাজ কতটা নির্মম এবং অমানবিক ছিল। Hardy এখানে সামাজিক ভণ্ডামি ও নারীর প্রতি অবিচারকে প্রকাশ করেছেন। তাই Sorrow-এর মৃত্যু উপন্যাসে একটি শক্তিশালী প্রতীক, যা টেসের জীবনের ট্র্যাজেডিকে আরও গভীর করে তোলে।
0
Updated: 1 month ago