ASEAN Free Trade Area এর সদস্য দেশ কয়টি? (সেপ্টেম্বর, ২০২৫)
A
৮টি
B
৭টি
C
৯টি
D
১০টি
উত্তরের বিবরণ
AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, যা আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
-
পূর্ণরূপ: ASEAN Free Trade Area
-
চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২
-
যাত্রা শুরু: ১ জানুয়ারি, ১৯৯৩
-
বর্তমান সদস্য সংখ্যা: ১০টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
-
সদস্য দেশ: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার
অতিরিক্তভাবে বলা যায়, AFTA শুল্ক হ্রাস, বাণিজ্য সহজীকরণ এবং অঞ্চলের প্রতিযোগিতা শক্তিশালী করার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও সংহত করার লক্ষ্য রাখে।
0
Updated: 1 month ago
AFTA কোন সংগঠনভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি?
Created: 1 month ago
A
ইউরোপীয় ইউনিয়ন
B
আফ্রিকান ইউনিয়ন
C
আসিয়ান
D
ন্যাটোভুক্ত দেশ
ASEAN Free Trade Area (AFTA) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি, যা আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজতর এবং অর্থনৈতিক সংহতি বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এটি ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
AFTA এর বর্তমান সদস্য দেশগুলো (১০টি):
-
মালয়েশিয়া
-
ইন্দোনেশিয়া
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ভিয়েতনাম
-
কম্বোডিয়া
-
লাওস
-
থাইল্যান্ড
-
ব্রুনাই
-
মায়ানমার
0
Updated: 1 month ago