বিশ্ব ব্যাংক গ্রুপ কয়টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়েছে?
A
৫টি
B
৩টি
C
৮টি
D
১০টি
উত্তরের বিবরণ
বিশ্ব ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা বৈশ্বিক দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৪ সালে, ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
-
বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৯৭২ সালে
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা (সেপ্টেম্বর, ২০২৫)
-
মূল কার্যক্রম: বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান
-
বিশ্ব ব্যাংক গ্রুপের অংশ: পাঁচটি প্রতিষ্ঠান— IBRD, IDA, IFC, ICSID, MIGA
অতিরিক্তভাবে বলা যায়, বিশ্ব ব্যাংক গ্রুপ উন্নয়নশীল দেশগুলোর সরকার ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা করে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও সহায়তা প্রদান করে।
0
Updated: 1 month ago
বিশ্ব ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 1 month ago
A
জন জে. ম্যাককোয়
B
ডেভিড ম্যালপাস
C
ইগুনে মেয়ার
D
ক্রিস্টালিনা জর্জিয়েভা
বিশ্বব্যাংক সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রেসিডেন্ট হলেন সংস্থার শীর্ষ কর্মকর্তা, যিনি ৫ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন।
-
প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার
-
দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন জন জে. ম্যাককোয়
-
বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, যিনি ২ জুন, ২০২৩ তার পাঁচ বছরের মেয়াদ শুরু করেন
-
সাধারণত যুক্তরাষ্ট্রের নাগরিকই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে?
Created: 1 month ago
A
ICSID
B
IDA
C
IFC
D
MIGA
MIGA (Multilateral Investment Guarantee Agency) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠার তারিখ: ১২ এপ্রিল, ১৯৮৮
-
উদ্দেশ্য: বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা ও গ্যারান্টি প্রদান, যা উন্নয়নশীল দেশগুলোর সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে
-
বর্তমান সদস্য সংখ্যা (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১৮২টি
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: সোমালিয়া
অন্য বিশ্বব্যাংক গ্রুপ সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ:
-
IDA: অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে
-
ICSID: সদস্য দেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে
-
IFC: উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে
0
Updated: 1 month ago
কোন দেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম ঋণ গ্রহণ করে?
Created: 3 weeks ago
A
ভারত
B
ব্রাজিল
C
ফ্রান্স
D
কোনটি নয়
ফ্রান্স বিশ্ব ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে, যা ১৯৪৭ সালের ৯ মে ঘটে। এই দিন বিশ্ব ব্যাংক ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।
বিশ্ব ব্যাংক:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৪ সালে, কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৮৯টি দেশ।
-
ধরণ: একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা।
-
কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান।
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র।
বিশ্ব ব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত:
-
IBRD (International Bank for Reconstruction and Development)
-
IFC (International Finance Corporation)
-
IDA (International Development Association)
-
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
-
MIGA (Multilateral Investment Guarantee Agency)
0
Updated: 3 weeks ago