What is the irony of Angel’s love for Tess?
A
He loves her ideals, not her reality
B
He never really loves her
C
He loves Alec too
D
He marries Mercy Chant
উত্তরের বিবরণ
Angel Clare টেসকে ভালোবাসলেও সে টেসকে একজন বাস্তব নারী হিসেবে মেনে নিতে পারেনি। বরং তাকে ideal বা দেবীর মতো ভেবেছিল। যখন টেস তার অতীত স্বীকার করে, Angel তাকে ছেড়ে যায়। Hardy দেখিয়েছেন, আদর্শবাদী ভালোবাসা বাস্তবে টেকসই হয় না। এটি টেসের জীবনের বড় ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago
What is the name of Tess’s youngest brother?
Created: 1 month ago
A
Abraham Durbeyfield
B
Sorrow
C
Felix Clare
D
Retty Priddle
অ্যাব্রাহাম ছিল টেসের ছোট ভাই। উপন্যাসের শুরুতে দেখা যায়, টেস তার ছোট ভাই অ্যাব্রাহামের সঙ্গে বাজারে যাচ্ছিলো ঘোড়ার গাড়ি চালিয়ে। তাদের পরিবারের ঘোড়া Prince সেই সময়ে দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনাই মূলত উপন্যাসের ট্র্যাজেডির সূচনা করে।
Prince-এর মৃত্যুতে পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয় এবং টেসকে দারিদ্র্যের কারণে d’Urberville পরিবারের কাছে যেতে বাধ্য করা হয়। অ্যাব্রাহামের মাধ্যমে আমরা টেসের পরিবারের নিষ্পাপ দিকটা দেখতে পাই।
সে ছোট হলেও টেসকে সান্ত্বনা দেয় এবং অনেক প্রশ্ন করে, যা Hardy-এর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। ছোট একটি চরিত্র হলেও, অ্যাব্রাহামের উপস্থিতি টেসের জীবনের কঠিন যাত্রার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।
0
Updated: 1 month ago
What role does Alec play in Tess’s life?
Created: 1 month ago
A
A faithful husband
B
A spiritual guide
C
A seducer and destroyer
D
A supportive brother
Alec d’Urberville টেসের জীবনের সবচেয়ে অন্ধকার চরিত্র। Trantridge-এ কাজ করার সময় সে টেসকে প্রতারণা করে এবং শারীরিকভাবে শোষণ করে। এর ফলে টেস সমাজে "অশুদ্ধ" হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে টেস যখন Flintcomb-Ash-এ কষ্ট করছে, তখন Alec আবার আসে তার জীবনে।
শুরুতে ধর্মপ্রচারক হলেও দ্রুত সে আবার পুরোনো রূপে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। টেসের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচানোর জন্য টেস বাধ্য হয়ে তার কাছে ফিরে যায়। Alec টেসের জীবনে নিয়তির মতো এক দুঃস্বপ্ন। সে টেসের ট্র্যাজেডির প্রধান কারণ, এবং উপন্যাসে পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামি, লালসা এবং নারীর উপর অন্যায়ের প্রতীক।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of Prince’s death?
Created: 1 month ago
A
Tess’s family gains wealth
B
Foreshadows Tess’s tragic destiny
C
Angel decides to marry Tess
D
Tess becomes wealthy
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। দুর্ঘটনায় Prince মারা গেলে পরিবার ধ্বংসের দিকে যায়। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবে টেসের জীবনের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে দেখিয়েছেন যে নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না।
Prince-এর মৃত্যু টেসকে Alec-এর কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়। এটি Hardy-এর fatalism বা ভাগ্যনির্ভর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট একটি দুর্ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago