NDB এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়? (সেপ্টেম্বর, ২০২৫)
A
ব্রাজিল
B
দক্ষিণ আফ্রিকা
C
রাশিয়া
D
মিশর
উত্তরের বিবরণ
NDB হলো একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা BRICS দেশসমূহ এবং অন্যান্য উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতি (EMDCs)-এর জন্য অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়ন সংগ্রহের লক্ষ্যে কাজ করে।
-
পূর্ণরূপ: New Development Bank
-
প্রতিষ্ঠা: ২০১৫ সালে, BRICS দেশসমূহ দ্বারা
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা
-
নতুন সদস্য দেশ: বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর
-
সদর দপ্তর: সাংহাই, চীন
-
বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৬ সেপ্টেম্বর, ২০২১
-
প্রসপেক্টিভ সদস্য: উরুগুয়ে
-
প্রেসিডেন্ট নির্বাচন নীতি: সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে থেকে নির্বাচিত হবে
অতিরিক্তভাবে বলা যায়, NDB মূলত সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলোর জন্য যৌথ ফাইন্যান্সিং নিশ্চিত করে।

0
Updated: 10 hours ago
কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Created: 3 months ago
A
১৯৬৫ সালে
B
১৯৬৬ সালে
C
১৯৬৭ সালে
D
১৯৬৮ সালে
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
-
এডিবি-এর পূর্ণরূপ হলো Asian Development Bank।
-
এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক।
-
প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে।
-
বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৮টি, যার মধ্যে ৪৯টি সদস্য দেশের অবস্থান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং বাকি সদস্যরা অন্যান্য অঞ্চলের।
-
এডিবির সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
-
বর্তমানে এর প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।
উল্লেখযোগ্য, বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ গ্রহণ করে।
উৎস: ADB-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 10 hours ago
A
নাইজেরিয়া
B
আইভরিকোস্ট
C
লিবিয়া
D
উগান্ডা
AfDB হলো আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, যা আঞ্চলিক সদস্য দেশগুলোর টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি উন্নীত করার মাধ্যমে দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: African Development Bank
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
সদর দপ্তর: আইভরিকোস্ট
-
আঞ্চলিক সদস্য সংখ্যা: ৫৪টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
-
মূল উদ্দেশ্য: আঞ্চলিক সদস্য দেশগুলিতে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি উত্সাহিত করা এবং দারিদ্র্য হ্রাসে অবদান রাখা
অতিরিক্তভাবে বলা যায়, AfDB অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে আফ্রিকার অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে।

0
Updated: 10 hours ago