Why does Hardy use rustic characters like Marian and Izz?
A
To show comic relief and contrast with Tess’s tragedy
B
To make the story lighter only
C
To insult rural people
D
To replace Tess
উত্তরের বিবরণ
Marian, Izz, এবং Retty সাধারণ গ্রামীণ মেয়ে। তারা Angel-কে ভালোবাসতো কিন্তু প্রত্যাখ্যাত হয়। তাদের সংলাপ ও জীবন অনেক সময় হালকা পরিবেশ তৈরি করে। তবে তাদের দুঃখও টেসের ট্র্যাজেডির সঙ্গে মিল খুঁজে দেয়। Hardy তাদের মাধ্যমে গ্রামীণ সমাজের সরলতা আর বাস্তব জীবনকে দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What role does Alec play in Tess’s life?
Created: 1 month ago
A
A faithful husband
B
A spiritual guide
C
A seducer and destroyer
D
A supportive brother
Alec d’Urberville টেসের জীবনের সবচেয়ে অন্ধকার চরিত্র। Trantridge-এ কাজ করার সময় সে টেসকে প্রতারণা করে এবং শারীরিকভাবে শোষণ করে। এর ফলে টেস সমাজে "অশুদ্ধ" হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে টেস যখন Flintcomb-Ash-এ কষ্ট করছে, তখন Alec আবার আসে তার জীবনে।
শুরুতে ধর্মপ্রচারক হলেও দ্রুত সে আবার পুরোনো রূপে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। টেসের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচানোর জন্য টেস বাধ্য হয়ে তার কাছে ফিরে যায়। Alec টেসের জীবনে নিয়তির মতো এক দুঃস্বপ্ন। সে টেসের ট্র্যাজেডির প্রধান কারণ, এবং উপন্যাসে পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামি, লালসা এবং নারীর উপর অন্যায়ের প্রতীক।
0
Updated: 1 month ago
Which reading of Stonehenge best aligns with Hardy’s naturalistic fatalism?
Created: 1 month ago
A
Picturesque tourist spot
B
Site of legal justice
C
Prehistoric altar where Tess’s surrender figures as ritual sacrifice to indifferent cosmos
D
Christian sanctuary
স্টোনহেঞ্জ—প্রাগৈতিহাসিক, মনুমেন্টাল, ধর্ম-ইঙ্গিতপূর্ণ কিন্তু কোনো নির্দিষ্ট ‘করুণা’হীন; ভোরের নিরাবেগ আলোয় টেসের আত্মসমর্পণ এখানে সমগ্র মহাবিধানের কাছে ‘আচারগত নিবেদন’—এটাই হার্ডির ন্যাচারালিস্টিক ফেটালিজম।
আইন-সমাজ নয়; প্রকৃতি/সময়—বৃহত্তর এক ‘ইন্ডিফারেন্ট’ সংস্থান টেসকে গ্রেপ্তারের মুহূর্তে ধুয়ে-মুছে দেয়। যেন ব্যক্তি-অপরাধ/নির্দোষতার তর্ক ক্ষুদ্র হয়ে যায়, কেবল ‘মানব বনাম অনমনীয় বিধান’ রয়ে যায়।
0
Updated: 1 month ago
Who is Mercy Chant in the novel?
Created: 1 month ago
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago