Why does Tess tell Angel to marry Liza-Lu?
A
To punish Alec
B
To ensure Angel’s happiness after her death
C
To protect her mother
D
To fulfill her father’s wish
উত্তরের বিবরণ
টেস মৃত্যুর আগে Angel Clare-কে অনুরোধ করে তার বোন Liza-Lu-কে বিয়ে করতে। কারণ সে চায় Angel সুখী হোক। Liza-Lu ছিলো নিষ্পাপ ও টেসের মতোই পবিত্র। এটি টেসের আত্মত্যাগের আরেকটি উদাহরণ। মৃত্যুর মুহূর্তেও সে অন্যদের কথা ভেবেছে। Hardy টেসকে এভাবেই মহৎ নায়িকা হিসেবে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
Why is Angel’s idealization of Tess problematic?
Created: 1 month ago
A
He sees her as a goddess, not a human being
B
He thinks she is ugly
C
He wants her to be rich
D
He forces her to be religious
Angel Clare টেসকে সবসময় “pure woman” বা দেবীর মতো ভেবেছিল। কিন্তু বাস্তবে টেস ছিল একজন সাধারণ মানুষ, যার জীবনে কষ্ট আর ভুল আছে। Angel-এর এই idealization সমস্যাজনক কারণ সে টেসকে বাস্তব মানুষ হিসেবে মেনে নিতে পারেনি।
ফলে টেস যখন তার অতীত জানায়, Angel ভেঙে পড়ে এবং তাকে ছেড়ে যায়। Hardy এখানে দেখিয়েছেন, অতিরিক্ত আদর্শবাদ বাস্তব জীবনে ধ্বংস ডেকে আনে।
0
Updated: 1 month ago
Which episode functions as the most decisive “efficient cause” of Tess’s later ruin?
Created: 1 month ago
A
Retty’s breakdown
B
Mercy Chant’s piety
C
The road accident killing Prince
D
Mr. Crick’s stories
প্রিন্সের মৃত্যু ‘কারণ-শৃঙ্খল’-এর প্রথম কড়ি। অর্থনৈতিক পতন—দোষবোধ—ট্র্যান্টরিজে আত্মীয়তা দাবি—অ্যালেকের প্রলোভন—কলঙ্ক—এভাবে জীবনগত ঢাল নেমে আসে। হার্ডি যেভাবে দুর্ঘটনার ‘রিয়ালিস্টিক’ বিবরণ দেন (রাত, অন্ধত্ব, শিংয়ের বিদ্ধ), তাতে স্পষ্ট—ক্ষুদ্র এক ঘটনাই অনিবার্য ট্র্যাজেডির ‘মেকানিজম’ চালু করে।
ন্যাচারালিস্ট ঘরানার মতে মানুষের নিয়তি প্রায়ই ‘অপ্রস্তুত ঘটনায়’ নির্ধারিত হয়—টেস তার জ্বলজ্বলে উদাহরণ। তাই পরের সব বিপর্যয়, কাকতালীয় ‘লেটার-লস’, অ্যাঞ্জেলের ছেড়ে যাওয়া—সবই এই প্রথম আঘাতের প্রতিসরণ।
0
Updated: 1 month ago
Which of the following books is written by Thomas Hardy?
Created: 2 months ago
A
Vanity Fair
B
The Return of the Native
C
Pride and Prejudice
D
Oliver Twist
The Return of the Native
-
The Return of the Native ভিক্টোরিয়ান যুগের অন্যতম জনপ্রিয় উপন্যাস, যার লেখক Thomas Hardy।
-
এর মূল চরিত্র Clym Yeobright, যিনি আগে প্যারিসে স্বর্ণকারের কাজ করতেন। পরে নিজের জন্মভূমি Wessex-এ ফিরে এসে শিক্ষকতা শুরু করেন।
-
Clym চান তার কাজিন Thomasin এবং তার স্বামীকে নিয়ে গ্রামীণ জীবনযাপন করতে।
-
কিন্তু সমস্যার শুরু হয় যখন Clym-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী দুজনেই শহুরে জীবনের উত্তেজনা উপভোগ করতে চায়।
-
অবশেষে তারা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, যা উপন্যাসের ট্র্যাজিক পরিণতি তৈরি করে।
Thomas Hardy
-
Thomas Hardy (1840–1928) একজন ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
-
তাকে প্রায়ই বলা হয় “Regional Novelist and Poet” কারণ তার সাহিত্যকর্মগুলো মূলত একটি নির্দিষ্ট অঞ্চল Wessex-কেন্দ্রিক।
-
একই সঙ্গে তাকে অনেকে Pessimistic Novelist হিসেবেও উল্লেখ করেন, কারণ তার রচনায় জীবনের দুর্ভাগ্য ও নিয়তির নির্মমতা স্পষ্টভাবে ফুটে ওঠে।
-
Hardy উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও কবিতাও লিখেছেন। তার উপন্যাসগুলো ভিক্টোরিয়ান যুগে লেখা হলেও, তার কবিতা আধুনিক ইংরেজি সাহিত্যের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত বহন করে।
Thomas Hardy-এর উল্লেখযোগ্য উপন্যাস
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
অন্য লেখকদের বিখ্যাত উপন্যাস
-
Vanity Fair → William Makepeace Thackeray
-
Pride and Prejudice → Jane Austen
-
Oliver Twist → Charles Dickens
Source: Britannica.com
0
Updated: 2 months ago