Which single accident most directly redirects Tess’s life toward tragedy?
A
Angel’s illness in Brazil
B
The horse Prince’s death in the road accident
C
Retty’s attempted suicide
D
Farmer Groby’s insult at the barn
উত্তরের বিবরণ
প্রিন্সের মৃত্যু টেসের জীবনের ‘ফেটাল টার্নিং পয়েন্ট’। পরিবারের একমাত্র আয়ভরসা ঘোড়াটি রাতের রাস্তায় গাছে-বাঁধা গরুর শিংয়ে বিদ্ধ হয়ে মারা যায়—দৃশ্যটি যেমন নির্মম, তেমনি প্রতীকময়। অর্থনৈতিক ধস, অপরাধবোধ, এবং পরিবারের চাপ টেসকে ট্র্যান্টরিজে ‘আত্মীয়তা দাবি’ করতে পাঠায়—সেখানেই অ্যালেকের শোষণ। যদি প্রিন্স বেঁচে থাকত, টেসের পথ এত দ্রুত অন্ধকারে নেমে যেত না।
হার্ডি এই ক্ষুদ্র অথচ নিয়ামক ঘটনার মধ্যেই নিয়তির অদৃশ্য দড়ি দেখান—বাস্তব জীবনে ছোট দুর্ঘটনাই বৃহৎ ট্র্যাজেডির বীজ বপন করে। তাই সমালোচকেরা একে ‘efficient cause’ হিসেবে চিহ্নিত করেন।
0
Updated: 1 month ago
Why is Tess called “A Pure Woman” by Hardy?
Created: 1 month ago
A
She never sinned
B
She is morally innocent despite society’s judgment
C
She is rich
D
She is educated
Hardy সাহস করে টেসকে “A Pure Woman” বলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন টেস আসলে দোষী নয়। Alec-এর প্রতারণার শিকার হয়ে টেসকে সমাজ "অশুদ্ধ" বলে, কিন্তু Hardy মনে করতেন তার আত্মা ছিল পবিত্র। এই ঘোষণা Victorian সমাজে বিতর্ক তোলে। Hardy-এর দৃষ্টিতে purity মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং অন্তরের নিষ্পাপতা।
0
Updated: 1 month ago
Where does Tess live with her family?
Created: 1 month ago
A
Emminster
B
Trantridge
C
Marlott
D
Flintcomb-Ash
Marlott হলো টেসের গ্রাম। এটি Wessex অঞ্চলের একটি কাল্পনিক গ্রাম, যাকে Hardy চমৎকারভাবে বর্ণনা করেছেন। Marlott সবুজ-শ্যামল প্রকৃতি আর দরিদ্র কৃষক পরিবারের জীবনযাত্রার প্রতীক। এখান থেকেই টেসের গল্প শুরু হয়। Hardy Marlott-কে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং টেসের শৈশব, নিষ্পাপতা এবং নির্দোষ জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
কিন্তু এখান থেকেই টেসকে fate বা নিয়তি টেনে নিয়ে যায় অন্ধকার ভবিষ্যতের দিকে। Marlott-এর সরল গ্রামীণ জীবন এবং পরবর্তীতে Trantridge বা Flintcomb-Ash-এর কঠিন জীবনের মধ্যে তীব্র বৈপরীত্য Hardy ফুটিয়ে তুলেছেন। Marlott তাই কেবল টেসের জন্মভূমি নয়, বরং উপন্যাসে তার নিষ্পাপতার প্রতীক।
0
Updated: 1 month ago
Identify the novelist behind "Tess of the d'Urbervilles".
Created: 2 months ago
A
Charles Dickens
B
George Eliot
C
Robert Browning
D
Thomas Hardy
• The novelist behind "Tess of the d'Urbervilles" is – Thomas Hardy.
• Tess of D'Urbervilles
-
প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালের জুলাই–ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে।
-
একই বছর এটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসটি কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
-
Victorian fiction-এর তুলনায় এটি কিছুটা ভিন্ন।
-
কাহিনী কেন্দ্র করে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর একটি মেয়ে, Tess Durbeyfield।
-
উপন্যাসে যৌনতা এবং ধর্মীয় বিষয়ও বিতর্কিত উপাদান হিসেবে আছে।
-
উপন্যাসে উনিশ শতকের গ্রামীণ ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চিত্রিত।
• Important Characters
-
Alec d'Urberville
-
John Durbeyfield
-
Tess Durbeyfield
-
Angel Clare
-
Sorrow
• Thomas Hardy
-
পরিচিত Pessimistic Novelist হিসেবে।
-
Regional Novelist and Poet – একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সকল সাহিত্যকর্মের জন্য।
-
Victorian age-এর শ্রেষ্ঠ্য Novelist এবং Short Story Writer।
-
ছোটবেলা গ্রামে কাটে।
-
তিনি একজন English Novelist and Poet।
-
উপন্যাসগুলোর সময়কাল Victorian period, তবে কিছু ছোটগল্প আধুনিক যুগে রচিত।
Source: Britannica
0
Updated: 2 months ago