Why does Hardy use rustic characters like Marian and Izz?
A
To show comic relief and contrast with Tess’s tragedy
B
To make the story lighter only
C
To insult rural people
D
To replace Tess
উত্তরের বিবরণ
Marian, Izz, এবং Retty সাধারণ গ্রামীণ মেয়ে। তারা Angel-কে ভালোবাসতো কিন্তু প্রত্যাখ্যাত হয়। তাদের সংলাপ ও জীবন অনেক সময় হালকা পরিবেশ তৈরি করে। তবে তাদের দুঃখও টেসের ট্র্যাজেডির সঙ্গে মিল খুঁজে দেয়। Hardy তাদের মাধ্যমে গ্রামীণ সমাজের সরলতা আর বাস্তব জীবনকে দেখিয়েছেন।

0
Updated: 10 hours ago
Identify the novelist behind "Tess of the d'Urbervilles".
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
George Eliot
C
Robert Browning
D
Thomas Hardy
• The novelist behind "Tess of the d'Urbervilles" is – Thomas Hardy.
• Tess of D'Urbervilles
-
প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালের জুলাই–ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে।
-
একই বছর এটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসটি কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
-
Victorian fiction-এর তুলনায় এটি কিছুটা ভিন্ন।
-
কাহিনী কেন্দ্র করে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর একটি মেয়ে, Tess Durbeyfield।
-
উপন্যাসে যৌনতা এবং ধর্মীয় বিষয়ও বিতর্কিত উপাদান হিসেবে আছে।
-
উপন্যাসে উনিশ শতকের গ্রামীণ ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চিত্রিত।
• Important Characters
-
Alec d'Urberville
-
John Durbeyfield
-
Tess Durbeyfield
-
Angel Clare
-
Sorrow
• Thomas Hardy
-
পরিচিত Pessimistic Novelist হিসেবে।
-
Regional Novelist and Poet – একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সকল সাহিত্যকর্মের জন্য।
-
Victorian age-এর শ্রেষ্ঠ্য Novelist এবং Short Story Writer।
-
ছোটবেলা গ্রামে কাটে।
-
তিনি একজন English Novelist and Poet।
-
উপন্যাসগুলোর সময়কাল Victorian period, তবে কিছু ছোটগল্প আধুনিক যুগে রচিত।
Source: Britannica

0
Updated: 3 weeks ago
What role does Alec play in Tess’s life?
Created: 4 days ago
A
A faithful husband
B
A spiritual guide
C
A seducer and destroyer
D
A supportive brother
Alec d’Urberville টেসের জীবনের সবচেয়ে অন্ধকার চরিত্র। Trantridge-এ কাজ করার সময় সে টেসকে প্রতারণা করে এবং শারীরিকভাবে শোষণ করে। এর ফলে টেস সমাজে "অশুদ্ধ" হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে টেস যখন Flintcomb-Ash-এ কষ্ট করছে, তখন Alec আবার আসে তার জীবনে।
শুরুতে ধর্মপ্রচারক হলেও দ্রুত সে আবার পুরোনো রূপে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। টেসের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচানোর জন্য টেস বাধ্য হয়ে তার কাছে ফিরে যায়। Alec টেসের জীবনে নিয়তির মতো এক দুঃস্বপ্ন। সে টেসের ট্র্যাজেডির প্রধান কারণ, এবং উপন্যাসে পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামি, লালসা এবং নারীর উপর অন্যায়ের প্রতীক।

0
Updated: 4 days ago
Which novelist wrote Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Charles Dickens
C
George Eliot
D
Anthony Trollope

0
Updated: 1 month ago