নিচের কোন প্রতিষ্ঠান সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে?
A
ICSID
B
MIGA
C
IDA
D
IFC
No subjects available.
উত্তরের বিবরণ
ICSID হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক বিনিয়োগ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ও আইনগত কাঠামো প্রদান করে।
-
পূর্ণরূপ: International Centre for Settlement of Investment Disputes
-
প্রতিষ্ঠা: ১৪ অক্টোবর, ১৯৬৬
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
-
বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৯৮০ সালে
-
প্রধান কাজ: সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধের সালিশি ও নিষ্পত্তি করা
অতিরিক্তভাবে বলা যায়, ICSID হলো World Bank Group-এর পাঁচটি অঙ্গপ্রতিষ্ঠানের একটি, যা আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 10 hours ago