বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
A
১৯৪৫ সাল
B
১৯৪৮ সাল
C
১৯৪১ সাল
D
১৯৪৩ সাল
উত্তরের বিবরণ
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN হলো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংগঠন।
-
পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সাল
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
কার্যক্রমের বিস্তার: বিশ্বের ১৭০টিরও বেশি দেশে
-
মূল উদ্দেশ্য: বৈশ্বিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
অতিরিক্ত তথ্য হিসেবে বলা যায়, IUCN Red List বিশ্বজুড়ে বিপন্ন প্রজাতির তালিকা প্রস্তুত করে, যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য তথ্যসূত্র।
0
Updated: 1 month ago
খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
নিউইয়র্কে
B
রোমে
C
জেনেভায়
D
অটোয়ায়
FAO (Food and Agriculture Organization)
FAO হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক একটি সংস্থা।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়।
-
FAO জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসেবে স্বীকৃতি পায় ১৪ ডিসেম্বর, ১৯৪৬ তারিখে।
-
এর সদর দপ্তর রয়েছে রোম, ইতালিতে।
-
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি — এর মধ্যে ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে।
-
বর্তমান মহাপরিচালক হচ্ছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
FAO জাতিসংঘের ECOSOC (অর্থনৈতিক ও সামাজিক পরিষদ)-এর অধীনে পরিচালিত হয়। সংস্থাটির প্রধান লক্ষ্য হলো বিশ্বজুড়ে ক্ষুধা দূর করা এবং সব মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।
এই সংস্থার প্রতিষ্ঠার দিন ১৬ অক্টোবরকে বিশ্বজুড়ে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ FAO-র সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
তথ্যসূত্র: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
Created: 1 month ago
A
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
B
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
C
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
D
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
IFAD: IFAD-এর পূর্ণরূপ হলো International Fund for Agricultural Development, যা জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল হিসেবে কাজ করে।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে, এবং এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭৮টি, যার মধ্যে সর্বশেষ সদস্য হলো সার্বিয়া।
ILO: ILO-এর পূর্ণরূপ হলো International Labour Organization, যা জাতিসংঘের শ্রম সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭টি, এবং মহাপরিচালক হলো গিলবার্ট হোংবো। ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
FAO : FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়। FAO ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), এবং মহাপরিচালক হলো ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
ASEAN Regional Forum (ARF) : ASEAN Regional Forum প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, যা আসিয়ান আঞ্চলিক ফোরাম হিসেবে পরিচিত। এটি জাতিসংঘের সংস্থা নয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৭টি,
যা হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
0
Updated: 1 month ago