Which narrative intervention most clearly reveals Hardy’s deterministic stance?
A
Pure dialogue without comment
B
Angel’s diary entries
C
Authorial intrusions that moralize outcomes (e.g., closing line about “President of the Immortals”)
D
Letters between Tess and her mother
উত্তরের বিবরণ
হার্ডি তৃতীয়-পুরুষ সর্বজ্ঞ বর্ণনায় মাঝে মাঝে লেখক-স্বরে মন্তব্য রাখেন—এগুলোই ‘অথোরিয়াল ইন্ট্রুশন’। যেমন, উপন্যাসের বিখ্যাত সমাপ্তির বাক্যে—“President of the Immortals…”—তিনি প্রায় দেব-নিয়তির খেলায় টেসের জীবনের পরিসমাপ্তি ঘোষণা করেন। এই ধরণের ‘হস্তক্ষেপ’ কেবল প্লট বয়ান নয়; বরং নৈতিক-দর্শনিক ব্যাখ্যা, যা পাঠককে নির্দেশনা দেয়—এই বিশ্বে একটি অদৃশ্য, অনমনীয় শক্তি মানুষকে নাচায়। শুধু সংলাপ বা চিঠি এসব দার্শনিকতার ওজন বহন করতে পারে না; অথোরিয়াল ভাষ্য তা সম্ভব করে।
ন্যাচারালিজম, ফেটালিজম, এবং সামাজিক সমালোচনার টানাপোড়েনে হার্ডি এই কৌশল দিয়ে ‘টেস’-এর ট্র্যাজেডিকে ব্যক্তিগত ভুলের বাইরে নিয়ে গিয়ে ‘মানব-অবস্থার’ ট্র্যাজেডি হিসেবে প্রতিষ্ঠা করেন।
0
Updated: 1 month ago
What does the name “D'Urberville” symbolise in the novel?
Created: 4 weeks ago
A
The wealth and status Tess seeks
B
The aristocratic family history of Tess
C
A name that symbolises Tess's tragic destiny
D
A symbol of happiness and hope
Tess of the D'Urbervilles* উপন্যাসে, "D'Urberville" নামটি টেসের দুঃখজনক পরিণতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি একটি প্রাচীন এবং প্রভাবশালী পরিবারের নাম হলেও, টেস এই নামের সঙ্গে যুক্ত হয় এবং তার জীবন অতীতের বিশৃঙ্খলা এবং সমস্যার মধ্যে পড়ে।
নামটি তার জীবনের প্রতি এক ধরনের অভিশাপ হয়ে ওঠে, যেখানে তার শোষণ এবং পরাজয় প্রবাহিত হতে থাকে।
0
Updated: 4 weeks ago
What role does Alec play in Tess’s life?
Created: 1 month ago
A
A faithful husband
B
A spiritual guide
C
A seducer and destroyer
D
A supportive brother
Alec d’Urberville টেসের জীবনের সবচেয়ে অন্ধকার চরিত্র। Trantridge-এ কাজ করার সময় সে টেসকে প্রতারণা করে এবং শারীরিকভাবে শোষণ করে। এর ফলে টেস সমাজে "অশুদ্ধ" হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে টেস যখন Flintcomb-Ash-এ কষ্ট করছে, তখন Alec আবার আসে তার জীবনে।
শুরুতে ধর্মপ্রচারক হলেও দ্রুত সে আবার পুরোনো রূপে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। টেসের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচানোর জন্য টেস বাধ্য হয়ে তার কাছে ফিরে যায়। Alec টেসের জীবনে নিয়তির মতো এক দুঃস্বপ্ন। সে টেসের ট্র্যাজেডির প্রধান কারণ, এবং উপন্যাসে পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামি, লালসা এবং নারীর উপর অন্যায়ের প্রতীক।
0
Updated: 1 month ago
What is the significance of Stonehenge in the novel?
Created: 1 month ago
A
It is Tess’s birthplace
B
It symbolizes sacrifice and fate
C
It is Angel’s family home
D
It represents industrial progress
Stonehenge উপন্যাসের শেষ অংশে একটি গভীর প্রতীক হিসেবে আসে। টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে Stonehenge-এ আশ্রয় নেয়। এখানে টেস ক্লান্ত হয়ে একটি পাথরের ওপর শুয়ে পড়ে এবং বলে যে সে যেন বলিদানের জন্য উৎসর্গীকৃত প্রাণী। এটি মূলত Hardy-এর fatalism-এর প্রতীক। Stonehenge প্রাচীন যুগের ধর্মীয় বলিদান আর নিয়তির শৃঙ্খলকে মনে করিয়ে দেয়।
টেসের জীবনও যেন এক ধরনের বলিদান — সমাজ, পুরুষতন্ত্র, এবং নিয়তির কাছে। Hardy এখানে দেখাতে চান যে মানুষ যতই চেষ্টা করুক, নিয়তির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। Stonehenge তাই কেবল একটি স্থান নয়, বরং টেসের ট্র্যাজেডির চূড়ান্ত প্রতীক, যেখানে তার আত্মসমর্পণ ও নিয়তির স্বীকৃতি মিলে যায়।
0
Updated: 1 month ago