বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
A
১৯৪৫ সাল
B
১৯৪৮ সাল
C
১৯৪১ সাল
D
১৯৪৩ সাল
উত্তরের বিবরণ
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN হলো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংগঠন।
-
পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সাল
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
কার্যক্রমের বিস্তার: বিশ্বের ১৭০টিরও বেশি দেশে
-
মূল উদ্দেশ্য: বৈশ্বিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
অতিরিক্ত তথ্য হিসেবে বলা যায়, IUCN Red List বিশ্বজুড়ে বিপন্ন প্রজাতির তালিকা প্রস্তুত করে, যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য তথ্যসূত্র।

0
Updated: 11 hours ago
IUCN কোন কাজে নিযুক্ত থাকে?
Created: 1 day ago
A
বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ
B
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
C
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা
D
জলসম্পদ সংরক্ষণ
IUCN (International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করে। সংস্থাটি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে প্রজাতি ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
-
পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স, ফন্টেনব্লিউ
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
বিশ্বব্যাপী কার্যক্রম: ১৭০টির অধিক দেশে কাজ করে
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
-
প্রজাতি শ্রেণীবিভাগ: নয়টি বিভাগে প্রজাতি মূল্যায়ন করা হয় —
-
মূল্যায়ন করা হয়নি
-
ডেটার ঘাটতি
-
ন্যূনতম উদ্বেগ
-
কাছাকাছি হুমকির মুখে
-
ঝুঁকিপূর্ণ
-
বিপন্ন
-
গুরুতরভাবে বিপন্ন
-
বন্য অঞ্চলে বিলুপ্ত
-
বিলুপ্ত
-
উল্লেখযোগ্য তথ্য:
-
সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর – ৭ অক্টোবর, ১৯৪৮ ফ্রান্সের ফন্টেনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

0
Updated: 1 day ago
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে?
Created: 3 months ago
A
ESCAP
B
FAO
C
UNCHR
D
UNEP
CIRDAP
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
উৎস: CIRDAP ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 3 days ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক সংস্থা
রাশিয়া
সংবাদ সংস্থা
No subjects available.
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago