Why is the Stoke-d’Urberville family considered an impostor line?
A
They are ancient monks
B
They truly descend from Norman knights
C
They bought/assumed the d’Urberville name to appear noble
D
They were adopted by the Durbeyfields
উত্তরের বিবরণ
স্টোক-ডি’আর্বারভিল পরিবারটি প্রকৃত d’Urberville নয়—এটাই উপন্যাসের এক তাৎপর্যপূর্ণ সামাজিক ব্যঙ্গ। এরা ধনী হলেও বংশগত অভিজাত নয়; বরং সম্পদ ও প্রতিচ্ছবি ব্যবহার করে ‘d’Urberville’ নামটি ‘অর্জন’ করেছে, যাতে নিজেদের মর্যাদা বাড়াতে পারে।
হার্ডি এখানে ভিক্টোরিয়ান সমাজের ভণ্ডামি, নাম-গৌরবের মোহ, এবং শ্রেণিগত অভিনয়কে উন্মোচন করেন। বিদ্রূপ হল—গরিব কিন্তু প্রকৃত উত্তরসূরি ডার্বিফিল্ডরা (টেসের পরিবার) টিকে থাকতে পারছে না; বিপরীতে ‘নকল’ নামধারীরা ক্ষমতা ও প্রভাব বিস্তার করছে।
এই বৈপরীত্য টেসের বিপর্যয়ের পথও প্রশস্ত করে: ভ্রান্ত আত্মীয়তার আশা নিয়ে ট্র্যান্টরিজে পাঠানো, অ্যালেকের শোষণ, এবং সামাজিক ‘নামের’ খোলসে অসত্যের জয়—সব মিলিয়ে হার্ডি দেখান, সমাজে ‘নাম’ ও ‘ধন’ কিভাবে ন্যায়-অন্যায়কে আড়াল করে। ফলে স্টোক-ডি’আর্বারভিলদের ‘ইমপোস্টার’ পরিচয় শুধু চরিত্রগত নয়, উপন্যাসের শ্রেণি-সমালোচনার মেরুদণ্ড।
0
Updated: 1 month ago
What is the climax of the novel?
Created: 1 month ago
A
Angel’s return from Brazil
B
Tess’s confession to Angel
C
Tess killing Alec
D
Tess working at Flintcomb-Ash
উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো টেসের হাতে Alec-এর মৃত্যু। এটি হলো উপন্যাসের ক্লাইম্যাক্স। দীর্ঘদিন ধরে Alec টেসকে শোষণ করেছে, আর Angel Clare তাকে ছেড়ে গেছে। যখন Angel ফিরে আসে, টেস বুঝতে পারে তার জীবনের একমাত্র পথ হলো Alec-কে হত্যা করা।
এই কাজের মাধ্যমে টেস সমাজ, পুরুষতন্ত্র ও নিয়তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়। Hardy এই দৃশ্যটিকে ট্র্যাজিক হলেও ন্যায্য হিসেবে দেখিয়েছেন। এটি টেসের হতাশার পরিণতি এবং তার চরিত্রের শক্তির প্রকাশ।
0
Updated: 1 month ago
Why does Hardy place Tess’s final arrest at Stonehenge at dawn?
Created: 1 month ago
A
To provide a scenic tourist moment
B
To align sacrificial imagery with a new day’s indifferent light
C
To ensure villagers can watch
D
To hide the arrest from Angel
ভোরের আলো—নতুন শুরুর প্রতিচ্ছবি; কিন্তু টেসের ক্ষেত্রে এটি এক নিরাবেগ, নির্বিকার আলোকসাধনা, যেন প্রকৃতি-সময়ের মহাযন্ত্র টেসকে ব্যক্তিগত করুণার ঊর্ধ্বে নিয়ে গিয়ে ‘আচারগত’ পরিসমাপ্তি ঘটাচ্ছে। স্টোনহেঞ্জের প্রাচীন বেদির ওপর ক্লান্ত টেস—বলিদানের পশুর ভঙ্গিতে শুয়ে—ভোরে ধরা পড়ে; এই সময় নির্বাচন প্রতীকি।
আলো এখানে দয়া নয়, বরং ব্রহ্মাণ্ডের শীতল নিয়মের সাক্ষী। হার্ডি এই নান্দনিক দৃশ্যায়নে টেসের ব্যক্তিগত অপরাধ/নির্দোষতার বিতর্ককে ছাপিয়ে ‘মানব বনাম মহাবিধান’-এর অনুভব জাগান, যা ন্যাচারালিস্ট ন্যারেটিভে গভীর দার্শনিক অনুরণন তোলে।
0
Updated: 1 month ago
Where do Tess and Angel spend their last days together?
Created: 1 month ago
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।
0
Updated: 1 month ago