In Tess of the d’Urbervilles, why is Angel Clare’s return from Brazil important?
A
It brings hope but also tragedy
B
It saves Tess completely
C
It kills Alec
D
It changes nothing
উত্তরের বিবরণ
Angel ব্রাজিল থেকে ফিরে আসে টেসকে খুঁজতে। এটি প্রথমে আশা জাগায় যে তাদের মিলন ঘটবে। কিন্তু সে ফিরে আসে অনেক দেরিতে। টেস তখন Alec-এর সঙ্গে বাধ্য হয়ে বসবাস করছে।
Angel-এর প্রত্যাবর্তন তাই ট্র্যাজিক—সে ভালোবাসা ফেরায়, কিন্তু তা আর টেসকে বাঁচাতে পারে না। Hardy এখানে দেখিয়েছেন, ভালোবাসা যদি দেরিতে আসে তবে তা শুধু কষ্ট বাড়ায়।
0
Updated: 1 month ago
What is the irony of Angel’s love for Tess?
Created: 1 month ago
A
He loves her ideals, not her reality
B
He never really loves her
C
He loves Alec too
D
He marries Mercy Chant
Angel Clare টেসকে ভালোবাসলেও সে টেসকে একজন বাস্তব নারী হিসেবে মেনে নিতে পারেনি। বরং তাকে ideal বা দেবীর মতো ভেবেছিল। যখন টেস তার অতীত স্বীকার করে, Angel তাকে ছেড়ে যায়। Hardy দেখিয়েছেন, আদর্শবাদী ভালোবাসা বাস্তবে টেকসই হয় না। এটি টেসের জীবনের বড় ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago
What is the fate of Tess in Hardy’s novel?
Created: 2 months ago
A
Tragic death
B
Marriage
C
Wealth
D
Success
0
Updated: 2 months ago
Who is Tess’s husband?
Created: 1 month ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
Felix Clare
D
John Durbeyfield
Angel Clare হচ্ছেন টেসের স্বামী। তিনি একজন কৃষক পরিবারের ছেলে এবং একজন আদর্শবাদী যুবক। তিনি Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচিত হন। Angel প্রথম থেকেই টেসের সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হন। পরবর্তীতে তারা বিয়ে করেন, কিন্তু টেস যখন তার অতীত কাহিনি স্বীকার করে, তখন Angel তাকে প্রত্যাখ্যান করেন এবং ব্রাজিলে চলে যান। এই ঘটনা টেসের জীবনের আরেকটি ট্র্যাজেডি।
Angel চরিত্রটি উপন্যাসে দ্বিচারিতা ও ভণ্ডামির প্রতীক। তিনি নিজেও অতীতে একটি সম্পর্ক করেছিলেন, কিন্তু টেসের অতীত ক্ষমা করতে পারেননি। Hardy এখানে ভিক্টোরিয়ান যুগের পুরুষতান্ত্রিক মানসিকতাকে ব্যঙ্গ করেছেন। তাই Angel Clare টেসের জীবনে ভালোবাসার প্রতীক হলেও, সে-ই তার জীবনের সবচেয়ে বড় হতাশা।
0
Updated: 1 month ago