Why is Tess’s life often called a “tragedy of fate”?
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
উত্তরের বিবরণ
টেস কোনো দোষ না করেও ধ্বংস হয়। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Alec-এর পুনরাগমন—সবই কাকতালীয়ভাবে ঘটে। কিন্তু প্রতিটি ঘটনা তার জীবনকে আরও অন্ধকারে ঠেলে দেয়। Hardy বিশ্বাস করতেন যে মানুষের নিয়তি অদৃশ্য শক্তির হাতে বাঁধা। তাই টেসের ট্র্যাজেডি কেবল ব্যক্তিগত নয়, বরং সার্বজনীন মানবিক ট্র্যাজেডি।

0
Updated: 11 hours ago
Why is Tess’s confession treated differently than Angel’s?
Created: 4 days ago
A
Angel is more honest
B
Victorian society forgives men but condemns women
C
Tess lies about her past
D
Angel’s sin is worse
Angel বিয়ের রাতে স্বীকার করে যে সে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিল, কিন্তু সমাজ তাকে ক্ষমা করেছে। অন্যদিকে, টেস যখন তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ছেড়ে চলে যায়।
Hardy এখানে Victorian সমাজের ভণ্ড নৈতিকতাকে প্রকাশ করেছেন। পুরুষের পাপ ক্ষমাযোগ্য, কিন্তু নারীর পাপ অমার্জনীয়। এটি দ্বিচারিতার চরম উদাহরণ। Hardy এই ঘটনাটিকে ব্যবহার করে নারী-পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যকে তীব্রভাবে সমালোচনা করেছেন।

0
Updated: 4 days ago
Who convinces Alec to become a preacher for a time?
Created: 4 days ago
A
Parson Tringham
B
Angel’s father, Mr. Clare
C
Farmer Groby
D
Felix Clare
উপন্যাসে Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়ে ওঠে। তাকে ধর্মে ফেরান Angel Clare-এর বাবা, Mr. Clare। কিন্তু এটি ছিল এক প্রকার ভণ্ডামি। Alec আসলে সত্যিকারের পরিবর্তিত হয়নি।
অল্প সময়ের মধ্যেই সে আবার টেসকে প্রলুব্ধ করতে শুরু করে এবং তার পুরোনো লালসাপূর্ণ জীবনে ফিরে যায়। Hardy এখানে ভণ্ড ধর্মবিশ্বাসীদের সমালোচনা করেছেন।
ভিক্টোরিয়ান সমাজে অনেকেই বাইরের ভদ্রতার আড়ালে অশ্লীলতা ও লালসা লুকিয়ে রাখতো। Alec-এর ধর্মান্তর তাই কেবল একটি অস্থায়ী মুখোশ, যা শিগগিরই খুলে পড়ে। এটি Hardy-এর ধর্ম ও সমাজ সমালোচনার একটি গুরুত্বপূর্ণ দিক।

1
Updated: 4 days ago
Why does Angel Clare fail Tess morally?
Created: 4 days ago
A
He does not love her
B
He cannot forgive her past though he himself sinned
C
He is secretly in love with Mercy Chant
D
He never marries Tess legally
Angel Clare প্রথমে টেসকে আদর্শ নারী মনে করে বিয়ে করেন। কিন্তু বিয়ের রাতে টেস তার অতীত স্বীকার করলে Angel তাকে ক্ষমা করতে পারেন না। অথচ Angel নিজেই স্বীকার করেছিলেন যে তিনি লন্ডনে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিলেন। এই দ্বিচারিতা Hardy-এর Victorian সমাজ সমালোচনার অন্যতম দিক। পুরুষের পাপ সমাজে সহজে ক্ষমা পায়, কিন্তু নারীর পাপ চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকে। Angel এই ভণ্ডামির প্রতীক।
তার ভালোবাসা টেসকে বাঁচাতে পারতো, কিন্তু সে ব্যর্থ হয়। তাই Angel Clare নৈতিকভাবে টেসকে ধ্বংস করে, যদিও সে নিজেকে ধর্মভীরু ও ন্যায্য ভাবতো। Hardy এই চরিত্রের মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজের কঠোরতা এবং ভণ্ডামিকে স্পষ্ট করেছেন।

0
Updated: 4 days ago