In Tess of the d’Urbervilles, why is Angel Clare’s return from Brazil important?
A
It brings hope but also tragedy
B
It saves Tess completely
C
It kills Alec
D
It changes nothing
উত্তরের বিবরণ
Angel ব্রাজিল থেকে ফিরে আসে টেসকে খুঁজতে। এটি প্রথমে আশা জাগায় যে তাদের মিলন ঘটবে। কিন্তু সে ফিরে আসে অনেক দেরিতে। টেস তখন Alec-এর সঙ্গে বাধ্য হয়ে বসবাস করছে।
Angel-এর প্রত্যাবর্তন তাই ট্র্যাজিক—সে ভালোবাসা ফেরায়, কিন্তু তা আর টেসকে বাঁচাতে পারে না। Hardy এখানে দেখিয়েছেন, ভালোবাসা যদি দেরিতে আসে তবে তা শুধু কষ্ট বাড়ায়।

0
Updated: 11 hours ago
Who is Tess’s husband?
Created: 4 days ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
Felix Clare
D
John Durbeyfield
Angel Clare হচ্ছেন টেসের স্বামী। তিনি একজন কৃষক পরিবারের ছেলে এবং একজন আদর্শবাদী যুবক। তিনি Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচিত হন। Angel প্রথম থেকেই টেসের সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হন। পরবর্তীতে তারা বিয়ে করেন, কিন্তু টেস যখন তার অতীত কাহিনি স্বীকার করে, তখন Angel তাকে প্রত্যাখ্যান করেন এবং ব্রাজিলে চলে যান। এই ঘটনা টেসের জীবনের আরেকটি ট্র্যাজেডি।
Angel চরিত্রটি উপন্যাসে দ্বিচারিতা ও ভণ্ডামির প্রতীক। তিনি নিজেও অতীতে একটি সম্পর্ক করেছিলেন, কিন্তু টেসের অতীত ক্ষমা করতে পারেননি। Hardy এখানে ভিক্টোরিয়ান যুগের পুরুষতান্ত্রিক মানসিকতাকে ব্যঙ্গ করেছেন। তাই Angel Clare টেসের জীবনে ভালোবাসার প্রতীক হলেও, সে-ই তার জীবনের সবচেয়ে বড় হতাশা।

0
Updated: 4 days ago
What literary device is dominant in Hardy’s narration?
Created: 4 days ago
A
Allegory
B
Pathetic fallacy
C
Satire
D
Allegorical irony
Hardy প্রায়ই প্রকৃতিকে ব্যবহার করেছেন চরিত্রের আবেগ প্রকাশে। এটি হলো pathetic fallacy। যেমন Talbothays-এর বসন্ত আর সবুজ মাঠ টেসের প্রেম ও সুখের প্রতীক। অন্যদিকে Flintcomb-Ash-এর ঠাণ্ডা আবহাওয়া তার দুঃখের প্রতীক। প্রকৃতি ও মানুষের আবেগের এই মিলন Hardy-এর সাহিত্যকে অনন্য করে তুলেছে।

1
Updated: 4 days ago
What is the resolution of the novel?
Created: 4 days ago
A
Tess and Angel live happily
B
Tess is executed and Angel unites with Liza-Lu
C
Alec reforms
D
Tess returns to Talbothays
উপন্যাসের সমাপ্তিতে টেসকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর পর Angel Clare টেসের ছোট বোন Liza-Lu-এর সঙ্গে নতুন জীবন শুরু করতে চান। এই সমাপ্তি Hardy-এর fatalism এবং সামাজিক অন্যায়ের প্রতীক। এটি একদিকে ট্র্যাজিক, অন্যদিকে একটি নতুন সূচনার ইঙ্গিত।

0
Updated: 4 days ago