Which structural movement best captures Tess’s arc from hope to ritualized doom?
A
Circular homecoming
B
Linear rise to social success
C
Pastoral → Industrial → Primeval (Talbothays → Flintcomb-Ash → Stonehenge)
D
Urban realism only
উত্তরের বিবরণ
টেসের যাত্রাপথ একটি সুস্পষ্ট ‘স্ট্রাকচারাল ড্রিফট’—প্রেম-আশার গ্রামীণ ‘প্যাস্টোরাল’ (ট্যালবথেইস) থেকে নেমে আসে শিল্পভিত্তিক কঠোর বাস্তবতায় (ফ্লিন্টকম্ব-অ্যাশ), এবং সেখান থেকে আরও প্রাগৈতিহাসিক এক মঞ্চে (স্টোনহেঞ্জ) তার ট্র্যাজেডির আচারিক সমাপ্তি ঘটে।
ট্যালবথেইসে প্রকৃতি ও মানবসম্পর্ক সুরেলা, দু’জনার প্রেমের উন্মেষ; ফ্লিন্টকম্ব-অ্যাশে যন্ত্র, শীত, বঞ্চনা, অবমাননা—মানবিকতার ক্ষয়; আর স্টোনহেঞ্জে সময়ের ঊর্ধ্বে, প্রায় পৌরাণিক-ধর্মীয় বিস্ময়ে ‘বলিদান’।
এই গতিপথে হার্ডি শুধুই স্থান বদলান না—টেসের ‘আত্মিক’ অবস্থা, সামাজিক চাপ, নিয়তির চক্র সব মিলিয়ে এক সাঙ্ঘাতিক অবসান ঘটান। ফলে উপন্যাসের থিম—ফেটালিজম, পিতৃতন্ত্র, শ্রেণি-ভণ্ডামি—একটি ‘স্পেশিয়াল সিম্ফনিতে’ রূপ নেয়, যেখানে স্থানই হয়ে ওঠে ভাগ্যের ভাষা।
0
Updated: 1 month ago
How does Tess’s relationship with Alec D'Urberville evolve in the novel?
Created: 4 weeks ago
A
They fall in love and marry
B
They remain strangers throughout the novel
C
Alec supports Tess throughout her troubles
D
Alec seduces Tess, which leads to her downfall
Tess of the D'Urbervilles* উপন্যাসে, টেসের অ্যালেক ডার্বি ভিলের সাথে সম্পর্ক একটি দুঃখজনক ঘটনা হয়ে ওঠে, যেখানে অ্যালেক তার শোষণ এবং তামাশা শুরু করে।
তিনি টেসকে ধোঁকা দেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, যার ফলস্বরূপ টেসের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। এই ঘটনা তার জন্য এক পরিণতির দিকে নিয়ে যায়, যেখানে সমাজ তার বিরুদ্ধে কঠোর হতে শুরু করে।
0
Updated: 4 weeks ago
Which single accident most directly redirects Tess’s life toward tragedy?
Created: 1 month ago
A
Angel’s illness in Brazil
B
The horse Prince’s death in the road accident
C
Retty’s attempted suicide
D
Farmer Groby’s insult at the barn
প্রিন্সের মৃত্যু টেসের জীবনের ‘ফেটাল টার্নিং পয়েন্ট’। পরিবারের একমাত্র আয়ভরসা ঘোড়াটি রাতের রাস্তায় গাছে-বাঁধা গরুর শিংয়ে বিদ্ধ হয়ে মারা যায়—দৃশ্যটি যেমন নির্মম, তেমনি প্রতীকময়। অর্থনৈতিক ধস, অপরাধবোধ, এবং পরিবারের চাপ টেসকে ট্র্যান্টরিজে ‘আত্মীয়তা দাবি’ করতে পাঠায়—সেখানেই অ্যালেকের শোষণ। যদি প্রিন্স বেঁচে থাকত, টেসের পথ এত দ্রুত অন্ধকারে নেমে যেত না।
হার্ডি এই ক্ষুদ্র অথচ নিয়ামক ঘটনার মধ্যেই নিয়তির অদৃশ্য দড়ি দেখান—বাস্তব জীবনে ছোট দুর্ঘটনাই বৃহৎ ট্র্যাজেডির বীজ বপন করে। তাই সমালোচকেরা একে ‘efficient cause’ হিসেবে চিহ্নিত করেন।
0
Updated: 1 month ago
Who is
the male lead in Tess of the
d’Urbervilles?
Created: 2 months ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
John Durbeyfield
D
Jack Morel
0
Updated: 2 months ago