Which single theme most integratively explains Tess’s arc across Marlott → Trantridge → Talbothays → Flintcomb-Ash → Stonehenge?
A
Social mobility as success
B
Education as liberation
C
Innocence crushed by fate and patriarchal society
D
Colonial ambition
উত্তরের বিবরণ
মারলটের নিষ্পাপ শৈশব থেকে ট্র্যান্টরিজের প্রতারণা, ট্যালবথেইসের প্রেম-আশা, ফ্লিন্টকম্ব-অ্যাশের যন্ত্র-শ্রম, এবং স্টোনহেঞ্জের বলিদান—এই ধারাবাহিকতায় একটি সুতো সবচেয়ে স্পষ্ট: নিষ্পাপতা ক্রমাগত পিষে যাচ্ছে নিয়তি ও পুরুষতান্ত্রিক সামাজিক গঠনে। টেস নিজের নৈতিক সততায় অবিচল; কিন্তু নাম-গৌরবের ভ্রান্তি (ডার্বিফিল্ড), ‘নকল’ অভিজাতের শোষণ (স্টোক-ডি’আর্বারভিল), দ্বৈতমানদণ্ডে বাঁধা প্রেম (অ্যাঞ্জেল), এবং শিল্প-সমাজের কঠোরতা (ফ্লিন্টকম্ব-অ্যাশ)—সব মিলিয়ে তাকে কোণঠাসা করে। স্টোনহেঞ্জে তার আত্মসমর্পণ কোনো ব্যক্তিগত ব্যর্থতার নয়; বরং কাঠামোগত শক্তির সামনে ব্যক্তির নীরব পরাজয়।
হার্ডির বার্তা তাই দ্বিস্তর: নিয়তি-নিরপেক্ষ জগত মানব-আকাঙ্ক্ষাকে পাত্তা দেয় না, আর পুরুষতান্ত্রিক নৈতিকতা নারী-জীবনকে অন্যায্যভাবে বিচার করে। টেস এই দুই চাকার ফাঁকে পিষ্ট মানবতার প্রতীক।
0
Updated: 1 month ago
Why does Angel Clare fail Tess morally?
Created: 1 month ago
A
He does not love her
B
He cannot forgive her past though he himself sinned
C
He is secretly in love with Mercy Chant
D
He never marries Tess legally
Angel Clare প্রথমে টেসকে আদর্শ নারী মনে করে বিয়ে করেন। কিন্তু বিয়ের রাতে টেস তার অতীত স্বীকার করলে Angel তাকে ক্ষমা করতে পারেন না। অথচ Angel নিজেই স্বীকার করেছিলেন যে তিনি লন্ডনে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিলেন। এই দ্বিচারিতা Hardy-এর Victorian সমাজ সমালোচনার অন্যতম দিক। পুরুষের পাপ সমাজে সহজে ক্ষমা পায়, কিন্তু নারীর পাপ চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকে। Angel এই ভণ্ডামির প্রতীক।
তার ভালোবাসা টেসকে বাঁচাতে পারতো, কিন্তু সে ব্যর্থ হয়। তাই Angel Clare নৈতিকভাবে টেসকে ধ্বংস করে, যদিও সে নিজেকে ধর্মভীরু ও ন্যায্য ভাবতো। Hardy এই চরিত্রের মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজের কঠোরতা এবং ভণ্ডামিকে স্পষ্ট করেছেন।
0
Updated: 1 month ago
Why is Tess compared to sacrificial figures at the end?
Created: 1 month ago
A
She kills herself
B
She surrenders at Stonehenge like a sacrifice
C
She becomes a nun
D
She burns Alec’s house
Stonehenge-এ টেস শুয়ে পড়ে এবং নিজেকে বলিদানের পশুর সঙ্গে তুলনা করে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন টেসের ট্র্যাজিক নিয়তিকে তুলে ধরতে। Stonehenge প্রাচীন ধর্মীয় বলিদানের স্থান, যেখানে মানুষ দেবতার কাছে উৎসর্গ হতো। টেসও এক প্রকার বলিদান—সমাজ, পুরুষতন্ত্র এবং fate-এর কাছে। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যেখানে নির্দোষ মানুষ fate-এর কাছে হেরে যায়।
0
Updated: 1 month ago
What is the meaning of Hardy’s phrase “President of the Immortals had ended his sport with Tess”?
Created: 1 month ago
A
Society forgives Tess
B
Fate has finished destroying Tess’s life
C
Angel saves Tess
D
Alec survives
উপন্যাসের শেষে Hardy লিখেছেন: “The President of the Immortals had ended his sport with Tess.” এখানে তিনি বোঝাতে চান যে টেস নিয়তির হাতে খেলনার মতো ছিল। শেষ পর্যন্ত তার জীবনের খেলা শেষ হলো মৃত্যুর মাধ্যমে।
এই উক্তি Hardy-এর fatalism-এর সবচেয়ে শক্তিশালী প্রতীক। তিনি মনে করতেন, মানুষ প্রকৃতি ও নিয়তির কাছে অসহায়। টেসের মৃত্যু তাই কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং মানব জীবনের অসহায়তার প্রতীক।
0
Updated: 1 month ago