“In Hardy’s novel, which of the following best captures the function of letters?”
A
Purely decorative insertions
B
Engines of chance that (mis)direct crucial outcomes
C
Legal proofs in court
D
Religious tracts
উত্তরের বিবরণ
চিঠি হার্ডির বিশ্বে কেবল তথ্যবাহক নয়; ভাগ্য-চালকের ভূমিকায়ও অবতীর্ণ। টেসের ‘স্বীকারোক্তির চিঠি’ কার্পেটের ভাঁজে আটকে গিয়ে অ্যাঞ্জেলের অজানাই থেকে যায়—ফলে বৈবাহিক ‘সত্যের সুযোগ’ নষ্ট হয়। আবার পরবর্তীকালে বিভিন্ন বার্তা পৌঁছোনোর সময়চ্যুতি প্লটকে ভিন্ন দিকে ঘোরায়।
এই ‘মেল-মিস’ বা দেরি হার্ডির ন্যারেটিভে ফেট/কইনসিডেন্সকে বস্তুগত রূপ দেয়—অর্থাৎ নৈতিকভাবে সৎ পথেই টেস বাধা পায়, কেবল একটি কাগজ সঠিক ঠিকানায় সময়মতো না পৌঁছনোয়। ফলে চিঠি এখানে চরিত্র নয়; তবু চরিত্রদের ভবিষ্যৎ নির্ধারণকারী এক ‘নৈর্ব্যক্তিক চর’ হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago
Who first informs John Durbeyfield about his noble ancestry?
Created: 1 month ago
A
Alec d’Urberville
B
Parson Tringham
C
Angel Clare
D
Farmer Groby
Parson Tringham জন ডার্বিফিল্ডকে জানান যে সে অভিজাত d’Urberville পরিবারের বংশধর। কিন্তু বাস্তবে এই বংশধরত্ব কেবল নামেই রয়ে গেছে; তাদের আর কোনো জমি বা সম্পদ নেই। এই খবর শুনে জন অহংকারী হয়ে ওঠে এবং পরিবারের দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।
সে বিশ্বাস করে যে তার পরিবার আর গরিব নয়, বরং অভিজাত। এই ভ্রান্ত অহংকারই টেসের জীবনে বিপদ ডেকে আনে। তার মা ও বাবা সিদ্ধান্ত নেন টেসকে ধনী d’Urberville পরিবারের কাছে পাঠানোর, যেন তারা কোনো সাহায্য পায়। Parson Tringham-এর এই ঘোষণা তাই কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং টেসের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে সামাজিক ব্যঙ্গ করেছেন — কেবল নামমাত্র বংশগৌরব কিভাবে গরিব মানুষকে বিপদে ফেলে।
0
Updated: 1 month ago
Who are the three milkmaids Tess meets at Talbothays?
Created: 1 month ago
A
Marian, Retty, and Izz Huett
B
Liza-Lu, Mercy, and Marian
C
Joan, Retty, and Groby
D
Angel, Felix, and Cuthbert
Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচয় হয় তিনজন দুধকন্যার — Marian, Retty, এবং Izz Huett। এরা তিনজনই সাধারণ গ্রামীণ মেয়ে। তাদের জীবনের স্বপ্ন ছিল Angel Clare-এর ভালোবাসা পাওয়া। কিন্তু শেষ পর্যন্ত Angel টেসকে বেছে নেয়। এর ফলে Marian, Retty, এবং Izz গভীর কষ্টে ভোগে।
Retty এমনকি আত্মহত্যার চেষ্টা করে। এই তিন চরিত্র টেসের ট্র্যাজিক গল্পকে আরও উজ্জ্বল করে তোলে, কারণ তারা টেসের সঙ্গে একই অবস্থানে থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। Hardy এদের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা এবং নারীদের অপূর্ণ স্বপ্ন তুলে ধরেছেন। এছাড়া তাদের উপস্থিতি টেসের নিঃসঙ্গতাকে আরও প্রকট করে।
0
Updated: 1 month ago
Who is the heroine of Tess of the d’Urbervilles?
Created: 2 months ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
0
Updated: 2 months ago