Why is Angel’s confession less consequential than Tess’s in society’s gaze?
A
His sin was unknown to Tess
B
Male transgressions were socially pardonable; female “fall” was stigmatized
C
He denied it in court
D
Tess forgave him quickly
উত্তরের বিবরণ
ভিক্টোরিয়ান নৈতিকতায় পুরুষের ‘ব্যত্যয়’—যেমন, বিয়ের আগের সম্পর্ক—অনেকটা ‘যৌবনের ভুল’ হিসেবে পাশ কাটানো যেত; কিন্তু নারীর ক্ষেত্রে সেটাই ‘চিরস্থায়ী কলঙ্ক’। অ্যাঞ্জেল নিজের লন্ডনের অভিজ্ঞতা স্বীকার করেও সামাজিকভাবে অক্ষত থেকে যায়; টেসের বেদনাময় অতীত তাকে ‘অমার্জনীয়’ করে তোলে।
হার্ডি এই দ্বৈতমানদণ্ডকে কুরেধরা সমাজের নির্মম সত্য হিসেবে তুলে ধরেন। তাই অ্যাঞ্জেলের অপরাধ—নৈতিকভাবে গুরুতর হলেও—সামাজিক শাস্তি পায় না; টেসের সততাই তাকে দণ্ডিত করে। এই বৈপরীত্য উপন্যাসের নারী-পুরুষ ক্ষমতাসাম্যের সমালোচনার কেন্দ্র।
0
Updated: 1 month ago
Which structural movement best captures Tess’s arc from hope to ritualized doom?
Created: 1 month ago
A
Circular homecoming
B
Linear rise to social success
C
Pastoral → Industrial → Primeval (Talbothays → Flintcomb-Ash → Stonehenge)
D
Urban realism only
টেসের যাত্রাপথ একটি সুস্পষ্ট ‘স্ট্রাকচারাল ড্রিফট’—প্রেম-আশার গ্রামীণ ‘প্যাস্টোরাল’ (ট্যালবথেইস) থেকে নেমে আসে শিল্পভিত্তিক কঠোর বাস্তবতায় (ফ্লিন্টকম্ব-অ্যাশ), এবং সেখান থেকে আরও প্রাগৈতিহাসিক এক মঞ্চে (স্টোনহেঞ্জ) তার ট্র্যাজেডির আচারিক সমাপ্তি ঘটে।
ট্যালবথেইসে প্রকৃতি ও মানবসম্পর্ক সুরেলা, দু’জনার প্রেমের উন্মেষ; ফ্লিন্টকম্ব-অ্যাশে যন্ত্র, শীত, বঞ্চনা, অবমাননা—মানবিকতার ক্ষয়; আর স্টোনহেঞ্জে সময়ের ঊর্ধ্বে, প্রায় পৌরাণিক-ধর্মীয় বিস্ময়ে ‘বলিদান’।
এই গতিপথে হার্ডি শুধুই স্থান বদলান না—টেসের ‘আত্মিক’ অবস্থা, সামাজিক চাপ, নিয়তির চক্র সব মিলিয়ে এক সাঙ্ঘাতিক অবসান ঘটান। ফলে উপন্যাসের থিম—ফেটালিজম, পিতৃতন্ত্র, শ্রেণি-ভণ্ডামি—একটি ‘স্পেশিয়াল সিম্ফনিতে’ রূপ নেয়, যেখানে স্থানই হয়ে ওঠে ভাগ্যের ভাষা।
0
Updated: 1 month ago
What is the significance of the setting in Tess of the D'Urbervilles?
Created: 4 weeks ago
A
The setting emphasizes the pastoral beauty and happiness of Tess’s life
B
The rural settings highlight the hardships and social struggles Tess faces
C
The settings are irrelevant to the plot and character development
D
The urban settings represent Tess's eventual escape from her troubles
Tess of the D'Urbervilles উপন্যাসে, গ্রামাঞ্চলের পরিবেশ টেসের জীবনের দুর্দশা এবং সামাজিক সংগ্রামকে প্রতিফলিত করে। টেসের জীবন এবং তার দুঃখের প্রতিফলন ঘটে তার গ্রামাঞ্চলে বসবাসের পরিবেশের মধ্যে।
এই পরিবেশটি তার ব্যক্তিগত সংগ্রাম, সমাজের কঠিন নিয়ম এবং নারীর প্রতি সামাজিক নিগ্রহের ধারাকে আরও শক্তিশালী করে তোলে। গ্রামাঞ্চল এবং প্রকৃতির মধ্যে নিহিত হতাশা এবং বিচ্ছিন্নতার অনুভূতি টেসের দুর্ভাগ্যের একটি প্রতীক হয়ে ওঠে।
0
Updated: 4 weeks ago
Why does Tess write a confession letter to Angel before marriage?
Created: 1 month ago
A
To ask forgiveness from Alec
B
To tell Angel about her past honestly
C
To ask for money
D
To cancel the marriage
টেস বিয়ের আগে Angel Clare-কে তার অতীত সম্পর্কে জানাতে চেয়েছিল। সে ভেবেছিল, Angel যদি তার ভালোবাসায় সত্যিকারের হয়, তবে সে এই সত্যকে মেনে নেবে। তাই সে একটি চিঠি লেখে, যেখানে তার Alec-এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মমতায় চিঠিটি Angel-এর হাতে পৌঁছায় না—চালানির ফাঁকে পড়ে যায়।
Hardy এখানে ভাগ্যের ভূমিকা (chance/fate) দেখিয়েছেন। যদি Angel চিঠিটি পড়তো, হয়তো টেসের জীবন অন্য রকম হতো। কিন্তু fate আবারও টেসকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ঘটনা উপন্যাসে ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ বাঁক।
0
Updated: 1 month ago