Why does Hardy place Tess’s final arrest at Stonehenge at dawn?
A
To provide a scenic tourist moment
B
To align sacrificial imagery with a new day’s indifferent light
C
To ensure villagers can watch
D
To hide the arrest from Angel
উত্তরের বিবরণ
ভোরের আলো—নতুন শুরুর প্রতিচ্ছবি; কিন্তু টেসের ক্ষেত্রে এটি এক নিরাবেগ, নির্বিকার আলোকসাধনা, যেন প্রকৃতি-সময়ের মহাযন্ত্র টেসকে ব্যক্তিগত করুণার ঊর্ধ্বে নিয়ে গিয়ে ‘আচারগত’ পরিসমাপ্তি ঘটাচ্ছে। স্টোনহেঞ্জের প্রাচীন বেদির ওপর ক্লান্ত টেস—বলিদানের পশুর ভঙ্গিতে শুয়ে—ভোরে ধরা পড়ে; এই সময় নির্বাচন প্রতীকি।
আলো এখানে দয়া নয়, বরং ব্রহ্মাণ্ডের শীতল নিয়মের সাক্ষী। হার্ডি এই নান্দনিক দৃশ্যায়নে টেসের ব্যক্তিগত অপরাধ/নির্দোষতার বিতর্ককে ছাপিয়ে ‘মানব বনাম মহাবিধান’-এর অনুভব জাগান, যা ন্যাচারালিস্ট ন্যারেটিভে গভীর দার্শনিক অনুরণন তোলে।

0
Updated: 11 hours ago
What role does Farmer Groby play in Tess’s life?
Created: 4 days ago
A
He marries her
B
He insults her because of her past
C
He helps her financially
D
He is Angel’s uncle
Farmer Groby একজন ক্ষুদ্র চরিত্র হলেও টেসের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Flintcomb-Ash farm-এ কাজ করার সময় Groby টেসকে সবসময় অপমান করে, কারণ সে তার অতীত জানত। এই চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন সমাজ কিভাবে একজন নারীর অতীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। Groby-এর খারাপ ব্যবহার টেসকে আরও কষ্ট দেয়, আর এই অপমান তার মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। এটি Victorian সমাজের নির্মমতার প্রতীক।

2
Updated: 4 days ago
In Tess of the d’Urbervilles, why is Angel Clare’s return from Brazil important?
Created: 11 hours ago
A
It brings hope but also tragedy
B
It saves Tess completely
C
It kills Alec
D
It changes nothing
Angel ব্রাজিল থেকে ফিরে আসে টেসকে খুঁজতে। এটি প্রথমে আশা জাগায় যে তাদের মিলন ঘটবে। কিন্তু সে ফিরে আসে অনেক দেরিতে। টেস তখন Alec-এর সঙ্গে বাধ্য হয়ে বসবাস করছে।
Angel-এর প্রত্যাবর্তন তাই ট্র্যাজিক—সে ভালোবাসা ফেরায়, কিন্তু তা আর টেসকে বাঁচাতে পারে না। Hardy এখানে দেখিয়েছেন, ভালোবাসা যদি দেরিতে আসে তবে তা শুধু কষ্ট বাড়ায়।

0
Updated: 11 hours ago
Who is Tess’s husband?
Created: 4 days ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
Felix Clare
D
John Durbeyfield
Angel Clare হচ্ছেন টেসের স্বামী। তিনি একজন কৃষক পরিবারের ছেলে এবং একজন আদর্শবাদী যুবক। তিনি Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচিত হন। Angel প্রথম থেকেই টেসের সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হন। পরবর্তীতে তারা বিয়ে করেন, কিন্তু টেস যখন তার অতীত কাহিনি স্বীকার করে, তখন Angel তাকে প্রত্যাখ্যান করেন এবং ব্রাজিলে চলে যান। এই ঘটনা টেসের জীবনের আরেকটি ট্র্যাজেডি।
Angel চরিত্রটি উপন্যাসে দ্বিচারিতা ও ভণ্ডামির প্রতীক। তিনি নিজেও অতীতে একটি সম্পর্ক করেছিলেন, কিন্তু টেসের অতীত ক্ষমা করতে পারেননি। Hardy এখানে ভিক্টোরিয়ান যুগের পুরুষতান্ত্রিক মানসিকতাকে ব্যঙ্গ করেছেন। তাই Angel Clare টেসের জীবনে ভালোবাসার প্রতীক হলেও, সে-ই তার জীবনের সবচেয়ে বড় হতাশা।

0
Updated: 4 days ago